ads
ঢাকাবুধবার , ১৯ এপ্রিল ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

এবার ‘অপরাধী ফানুস’ নিয়ে হাজির আরমান আলিফ

বিনোদন ডেস্ক
এপ্রিল ১৯, ২০২৩ ৩:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

এক গানেই হিট হয়েছেন আরমান আলিফ। গানের নাম ‘অপরাধী’। ‘অপরাধী’র পর এবার অপরাধী ফানুস নামের নতুন গান নিয়ে হাজির এই তরুণ শিল্পী। বরাবরের মতো নিজের কণ্ঠে গাওয়া নেশা গানটিরও গীতিকার, সুরকার আরমান আলিফ নিজেই।

নতুন গান ‘অপরাধী ফানুস’ প্রসঙ্গে আরমান আলিফ বলেন, এই গানের কথা ও সুরে নতুনত্ব রয়েছে। আশা করছি এবারের ঈদে গানটি সঙ্গীতপ্রেমীদের বাড়তি আনন্দ জোগাবে।

সংবাদ লাইভের দর্শকের জন্য গানের লিরিক্সটি হুবুহু তুলে ধরা হলো:

(বন্ধু আমার পরের তরে মন বান্ধিলো হায়
আমি কি করে ফেরাইব তারে আমার অন্তরায়
কার হাতে সেই লাটাই সুতো ঘুড়িটা আজ কার
আমার আকাশ শূন্য ভীষণ মেঘময় মায়ায়)
তুমি না হয় তোমার মত পালায় গেলা রে
এখন এই ছেলেটা থাকবে ভালো ভাবলে কেমনে
তুমি স্বপ্নের ঘোরে আর আইসো না আর আইসো না রে
ঘুমে ঘুমে কাঁদতে আর ভাল্লাগেনা রে
উইড়া গেলো রে সে উইড়া গেলো রে
যেই মেয়েটা রাখত মায়া চোখের কাজলে
তুই কার আকাশে আজ ফানুশ হইয়া রে
রঙ বেরঙের আলো ছড়াস মায়া দিয়া রে

(যেদিন ইন্সটাগ্রামে কমাইছিলা একটা ফলোয়ার
সেদিন থেকে হাসিমুখের ছবি নাই আমার
তোমার ফেসবুকের ওই কভার টা তে হাঁসি মুখটা কার
আমার হাঁসি কেড়ে তুমি সুখে তে ছারখার)
আজও লাভ রিয়াক্টে খুঁজো কি আর আমার আইডি টা
নাকি ব্লক লিস্ট এ মানায় আমার নষ্ট প্রোফাইল টা
তুমি রেগে গেলে রাগ ভাঙ্গায় কে গান শোনায় কে
শুধু আমি একজন যে তোমাকে ভালবেসেছে
উইড়া গেলো রে সে উইড়া গেলো রে
যেই মেয়েটা রাখত মায়া চোখের কাজলে
তুই কার আকাশে আজ ফানুশ হইয়া রে
রঙ বেরঙের আলো ছড়াস মায়া দিয়া রে

(এই যে আমি রিকশায় বসে পাশের সিট এ কারে খুঁজে যাই
আমি কার কে বা আমার হিসাব রে মেলাই
চাইলেই কি তোমার মত কাউরে পাওয়া যায়
তোমার জন্য মায়া আমার আইজও কমে নাই)
তুমি আজ সাজতে বসো কে আসবে বলে
তোমার আয়না টা কি ভাবায় আমায় তুমি তাকালে
হারিয়ে যাওয়ার পরেও কি আর একটু খুঁজো নাই
একদিন বুঝবে ঠিকই দেখবে সেদিন এই আমি আর নাই
(উইড়া গেলো রে সে উইড়া গেলো রে
যেই মেয়েটা রাখত মায়া চোখের কাজলে
তুই কার আকাশে আজ ফানুশ হইয়া রে
রঙ বেরঙের আলো ছড়াস মায়া দিয়া রে)

গানটির ইউটিউব লিংক: https://m.youtube.com/watch?v=ELRQ6eUqTfI&feature=youtu.be

সংবাদ লাইভ/বিনোদন

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।