ads
ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য

ফার্মার্স অ্যাগ্রোভেট লিমিটেডে ডা. তানশিম হাসানের যোগদান

সংবাদ লাইভ
জানুয়ারি ৫, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফার্মার্স অ্যাগ্রোভেট লিমিটেডে সিনিয়র এক্সিকিউটিভ (সেলস) পদে যোগদান করেছেন প্রখ্যাত পোলট্রি পেশাজীবী ও নিবন্ধিত ভেটেরিনারি চিকিৎসক ডা. তানশিম হাসান। তিনি ১ জানুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে ফার্মার্স অ্যাগ্রোভেট লিমিটেড তার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

ডা. তানশিম হাসান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (এসএইউ), ঢাকা থেকে ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে অ্যানিম্যাল নিউট্রিশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পথে রয়েছেন। তার এই শক্তিশালী একাডেমিক ভিত্তি পোলট্রি স্বাস্থ্য, পুষ্টি ও উৎপাদন ব্যবস্থাপনায় তাকে সমৃদ্ধ প্রযুক্তিগত দক্ষতা প্রদান করেছে।

পোলট্রি ও ফিড মার্কেটিংয়ে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে ডা. হাসান বিভিন্ন ফিড মিল, ব্রিডার ও কমার্শিয়াল ফার্ম, কনসালট্যান্ট এবং নিউট্রিশনিস্টদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। প্রযুক্তিগত জ্ঞান ও বাজারমুখী কৌশলের সমন্বয়ে তিনি বিক্রয় পরিকল্পনা, গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা এবং বাজার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।

গ্রাহকদের জন্য বিজ্ঞানভিত্তিক ও মূল্যসংযোজনমূলক সমাধান প্রদান করার যে লক্ষ্য ফার্মার্স অ্যাগ্রোভেট লিমিটেড ধারণ করে, ডা. তানশিম হাসানের পেশাগত দৃষ্টিভঙ্গি তার সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ।

ফার্মার্স অ্যাগ্রোভেট লিমিটেড বিশ্বাস করে, ডা. তানশিম হাসানের দক্ষতা, নিষ্ঠা ও উদ্যম প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা এবং গ্রাহক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাকে প্রতিষ্ঠানের পরিবারে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছে এবং পোলট্রি শিল্পে একসঙ্গে নতুন নতুন মাইলফলক অর্জনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।