ঢাকামঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

দেশের সেরা বোটানিক্যাল ঘুরতে চাইলে আসতে হবে ময়মনসিংহ!

সংবাদ লাইভ
নভেম্বর ২৯, ২০২২ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

আবুল বাশার মিরাজ: দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। উপহমাদেশের দীর্ঘতম পুরাতন ব্রহ্মপুত্র নদের কোল ঘেঁষে ময়মনসিংহ নগরীর এ বিশ্ববিদ্যালয়ের ২৫ একর জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে ৭ হাজার গাছের বোটানিক্যাল গার্ডেন। এ গার্ডেনে প্রবেশ করলে শত শত বৃক্ষরাজির সৈন্দর্যের কাছে আপনি হারিয়ে যাবেনই।

গার্ডেনটি দেশি-বিদেশি বিভিন্ন অঞ্চলের বিরল ও বিলুপ্তপ্রায় কয়েক হাজার উদ্ভিদের বিশাল সংগ্রহশালা। ছোট-বড়-মাঝারি ধরনের অসংখ্য গাছে ভরপুর গার্ডেনে রয়েছে ৬০০ প্রজাতির প্রায় ১০০০টি বড়, ১২৭৮টি মাঝারি ও ৪৪৬৭টি ছোটসহ প্রায় সাত হাজার গাছ।

আন্তর্জাতিক সংস্থা বোটানিক গার্ডেনস কনজারভেশন ইন্টারন্যাশনালের (বিজিসিআই) স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম বোটানিক্যাল গার্ডেন এটি। তাই এ গার্ডেনটিকে একনজর দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন শতশত মানুষ ছুটে আসেন। যা বিমোহিত করে দর্শনার্থীদের। শিক্ষার্থীদের জন্য ফ্রি হলেও দর্শনার্থীদের জন্য জনপ্রতি টিকিট মূল্য ১০ টাকা।

অর্কিড গার্ডেন

বিভিন্ন প্রজাতির গাছ গাছালি সহজে খুঁজে পাওয়ার জন্য উদ্ভিদরাজি সমন্বয়ে গঠিত গার্ডেনটিকে ৩০টি জোনে বিভক্ত করা হয়েছে। ঔষধি, ফুল, ফল, ক্যাকটাস, অর্কিড, পাম, সাইকাস, মসলা, টিম্বার, বাঁশ, বেত, বিরল উদ্ভিদ ও বনজ উদ্ভিদ জোনসহ জলজ উদ্ভিদ (হাইড্রোফাইটিক) সংরক্ষণের জন্য ওয়াটার গার্ডেন, মরুভূমি ও পাথুরে অঞ্চলের উদ্ভিদ সংরক্ষণের জন্য রক
গার্ডেন গড়ে তোলা হয়েছে। নিসর্গ ভবনের ভেতরে রয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত বিরল ও বিলুপ্তপ্রায় অসংখ্য প্রজাতির ক্যাকটাস। এর অপরূপ সৌন্দর্যই যেন নিসর্গ নামের সার্থকতা বহন করছে। বাগানে রয়েছে মনোরম অর্কিড হাউস।

চা ও কফি বাগান : এখানে বিটি ১, বিটি ২, বিটি ৩, বিটি ৭, টিভি ১, টিভি ৫ সহ বিভিন্ন চায়ের জাতের সংরক্ষণ এখানে রয়েছে।

সুন্দরবন জোন: সুন্দরবনের গাছের জন্যে যেমন পরিবেশ প্রয়োজন ঠিক তেমন করেই এখানে গড়ে তোলা হয়েছে ব্যাতিক্রমধর্মী সুন্দরবন জোন। যা বাংলাদেশে প্রথম ও একমাত্র। শ্বাসমূল (নিউমেটাফোর) ম্যানগ্রোভ উদ্ভিদসমূহের অন্যতম বৈশিষ্ট্য, যা এখানে সংরক্ষিত।

ঔষধি গাছের জোন ছাড়াও এখানে রয়েছে বিদেশি, দেশি ফুল ও ফলের গাছ। কমব্রিটাম, রনডেলেসিয়া, পালাম, ক্যামেলিয়া, আফ্রিকান টিউলিপ, ট্যাবেবুঁইয়া, রাইবেলি, জেসিয়া, ডায়ান্থাস, সিলভিয়া, হৈমন্তি বিভিন্ন ধরণের ফুলগাছ এবং স্টার আপেল, আমেরিকান পেয়ারা,
থাই মালটা, আঙুর, প্যাসান ফলসহ বিভিন্ন ধরনের মৌসুমি ফলের গাছ এখানে সংরক্ষিত রয়েছে। এছাড়াও বাঁশ বাগানে রয়েছে ১৬ প্রজাতির বাঁশ, মসলা জোনে রয়েছে একশ’র বেশি মসলা জাতীয় উদ্ভিদ।

যেভাবে আসবেন:
মহাখালী বাস টার্মিনাল থেকে বেশ কয়েকটি বাস ছেড়ে যায় প্রতি ১৫-২০ মিনিট পরপর। সময় লাগবে আড়াই থেকে তিন ঘণ্টা। ভাড়া নেবে ২০০-৩২০ টাকা। ময়মনসিংহ এসে মাসকান্দা বা ব্রীজ মোড় নামিয়ে দিবে। মাসকান্দা হতে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত আসতে অটোতে লাগবে সবোর্চ্চ ২০ টাকা করে। ব্রীজ মোড় থেকে অটোতে নিবে ১০ টাকা। এ ছাড়া আপনি ট্রেন-এ করেও  যেতে পারেন ময়মনসিংহে। ট্রেন স্টেশন থেকে গার্ডেন পর্যন্ত অটোতে ভাড়া নিবে ১৫-২০ টাকা।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।