ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) কাজী নজরুল ইসলাম (কেএনআই) হলের দ্বিতীয় তলা থেকে ভূমিকম্পের আতঙ্কে লাফিয়ে পড়ে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। আহত দুজন শিক্ষার্থী হলেন তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের ৪র্থ বর্ষে অধ্যয়নরত তামিম ও আবু সায়েদ। এ ঘটনায় দু’জনেরই পা ভেঙে গেছে বলে জানা গেছে।
আহতদের প্রাথমিকভাবে ডুয়েট মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে আহতদের একজনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজনকে ঢাকা পঙ্গু হাসপাতাল (নিটোর)-এ স্থানান্তর করা হচ্ছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট থেকে ১০টা ৩৯ মিনিটের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৭ ছিল। তবে একই মাত্রার আগের ভূমিকম্পগুলোর তুলনায় আজকের কম্পনের তীব্রতা বেশি ছিল বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।


