ads
ঢাকাশুক্রবার , ২ জানুয়ারি ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য

সার্টিফিকেট হারানো বিজ্ঞপ্তি

সংবাদ লাইভ
জানুয়ারি ২, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত মঙ্গলবার ১৩ মে ২০২৫ খ্রি. রাত আনুমানিক ২:০০ ঘটিকার সময় গোপালগঞ্জ সদর থানাধীন গাবরা ইউনিয়নের ঘানাপাড়া (পাট) এলাকা থেকে আমার কিছু গুরুত্বপূর্ণ শিক্ষাগত সনদপত্র হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরও সনদপত্রগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।

হারানো সনদপত্রগুলোর মধ্যে রয়েছে এসএসসি নম্বরপত্র (রেজিস্ট্রেশন নং: SSC-663709), এইচএসসি নম্বরপত্র (রেজিস্ট্রেশন নং: HSC-698005), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত বি.এসসি (কৃষি) এবং এম.এস (Agronomy) ডিগ্রির নম্বরপত্র (রেজিস্ট্রেশন নং: 42840)। উক্ত সনদপত্রসমূহ দীপক হালদার নামীয়, পিতা সুজিত হালদার এবং মাতা পূর্ণিমা হালদারের নামে ইস্যুকৃত।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নং: ৯৭০, তারিখ: ১৮/১০/২০২৫)। সনদপত্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় ভবিষ্যৎ জটিলতা এড়াতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।

উক্ত সনদপত্রসমূহ কোথাও পেয়ে থাকলে বা কোনো সদয় ব্যক্তি সন্ধান দিতে পারলে অনুগ্রহ করে মোবাইল নম্বর ০১৭৪৩২৫৫৮৯০-এ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

বিনীত-দীপক হালদার

সংবাদ  লাইভ/হারোনো হারানো বিজ্ঞপ্তি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।