ads
ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

সমবায় অধিদপ্তর ও ব্র্যাকের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

সংবাদ লাইভ
মার্চ ১৮, ২০২৫ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দুগ্ধ উৎপাদন ঘাটতি পূরণ এবংদুগ্ধ সমবায় কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যেসমবায় অধিদপ্তর এবং ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকাই আগারগাঁওসমবায় অধিদপ্তরের অফিসে গত২২ ডিসেম্বর, ২০২৪ তারিখেসমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকেসমবায় অধিদপ্তরের পক্ষে স্বাক্ষরকরেন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায় কার‍্যক্রম সম্প্রসারণ প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদএবং ব্র্যাকের পক্ষে স্বাক্ষর করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার ড. ফারুকুল ইসলাম। সমঝোতা স্মারক অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন সমবায় অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক জনাব মোঃ শরিফুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এবং সমবায় অধিদপ্তর যৌথভাবে দেশের ৩৮টি জেলার ৫০ টিদুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দুগ্ধ শিল্পে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা, আধুনিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনা এবং উন্নত প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে সমবায়ভিত্তিক কার‍্যক্রম আরও কার‍্যকরভাবে পরিচালনা করতে পারবে। উভয় পক্ষ একমত পোষণ করেন যে, এই সমঝোতা স্মারক দেশের অর্থনীতি ও দুগ্ধ শিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে।

উক্ত চুক্তির আওতায় ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ গবাদিপ্রাণির ভ্যাকসিনেশন, কৃত্রিম প্রজনন, কৃমিনাশক প্রদান ও চিকিৎসা কার‍্যক্রম পরিচালনায় সহায়তা প্রদান করবে। এছাড়াও উন্নত জাতের গবাদিপশু উৎপাদনের জন্য কার‍্যকর পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষণের মাধ্যমে খামারিদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ।

সংবাদ লাইভ/বিজ্ঞপ্তি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।