ads
ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিনে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২২, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে খামারবাড়ি সংলগ্ন এলাকা, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গরীব রোগী ও কলেজ গেটের আশেপাশের এলাকায় অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে রাতের রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ধানের শীষের জন্য দোয়া কামনা করেন। তারা বলেন, জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তার আদর্শ অনুসরণ করে মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে জনগণের পাশে থাকার আহ্বান জানান তারা।

খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ এ্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা কৃষিবিদ মোঃ শফিকুর রহমান নোবেল, ঢাকা মহানগর উত্তর এ্যাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রিদুয়ান রিশাদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক কৃষিবিদ মোঃ মানছুর রহমান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ তারিফুল ইসলামসহ কৃষিবিদ তমাল, কৃষিবিদ শরীফ, রাকিব, রুম্মান, সুজন, মেশকাত শরীফ, তুষার চৌধুরী প্রমুখ।

আয়োজকরা জানান, শহীদ জিয়ার জন্মদিন উপলক্ষে মানবিক এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।