ads
ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

রাজনীতি নিষিদ্ধ ডুয়েটে নিরবেই চলছে শিবির-ছাত্রদলের কার্যক্রম

জোবায়েদ হোসেন, ডুয়েট
ডিসেম্বর ৩, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েটে) গত বছরের অক্টোবর থেকে রাজনীতি নিষিদ্ধ রয়েছে। জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করা হয়। ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ থাকলেও দু-ধাপে কমিটি ঘোষণা করে নিজেদের অবস্থান জানান দেয় ছাত্রদল।

সম্প্রতি ডুয়েট শাখা ছাত্রশিবিরের কার্যক্রম ও নজরে আসছে। গত ১৯ নভেম্বর থেকে “বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, ডুয়েট শাখা ” নামের একটি ফেসবুক পেইজ দেখা যায়। এই পেইজ থেকে গতকাল (১ডিসেম্বর) ডুয়েট শাখা ছাত্রশিবিরের শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের একাধিক ছবি পোষ্ট করা হয়।
ইতিপূর্বে ছাত্রদল নেতাকর্মীদের পক্ষ থেকেও টি-শার্ট ও ডায়নিং বয়দের খেলার সামগ্রী বিতরণ করতে দেখা যায়। এছাড়া ও ডুয়েট শাখা ছাত্রদলের ফেসবুক পেইজ ঘুরে ক্যাম্পাসের অভ্যন্তরে ও ক্যাম্পাসের বাইরে ছাত্রদল নেতাকর্মীদের সক্রিয় রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণের নানান ছবি ও পোষ্ট পাওয়া যায়।

অপরদিকে ছাত্রশিবিরের শীত বস্ত্র বিতরণের ব্যাপারে ছাত্রশিবির জানায় “জুলাই গনঅভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করা হলেও বর্তমানে রাজনীতির ব্যাপারে শিক্ষার্থীদের ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে তাই আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। যেহেতু ক্যাম্পাসে রাজনীতিতে নিষেধাজ্ঞা রয়েছে তাই বর্তমানে আমরা ক্যাম্পাসে বাইরে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। শীগ্রই আমাদের কমিটি ঘোষনা করা হবে।”
ছাত্রশিবিরের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে ছাত্রদলের কয়েকজন ফেসবুকে পোষ্ট করলে ও ক্যাম্পাসে রাজনীতির ব্যাপারে ছাত্রদলের একাধিক নেতার সাথে কয়েক ধাপে যোগাযোগ করেও তাদের কোন অফিসিয়াল বক্তব্য পাওয়া যায় নি।

এ ব্যাপারে ডুয়েটের ছাত্রকল্যাণ দফতরের পরিচালক ড. উৎপল কুমার দাস বলেন ” ক্যাম্পাসের অভ্যন্তরে যেহেতু ছাত্ররাজনীতি নিষিদ্ধ সেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। ইতিপূর্বে ক্যাম্পাসের অভ্যন্তরে রাজনৈতিক কর্মকান্ডের অভিযোগ পাওয়ায় কয়েকজন শিক্ষার্থীকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। ক্যাম্পাসের অভ্যন্তরে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকান্ডের প্রমান পাওয়া গেলে তার ব্যাপারে বিধি অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে”।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।