ads
ঢাকারবিবার , ১৯ জানুয়ারি ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

যুবসমাজের আগামীর পথে নেতৃত্ব গড়তে “ইয়ুথ লিডারশিপ সামিট”

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৯, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

১৮ জানুয়ারি, শনিবার, ইমপ্যাক্ট টক ২০২৫ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ব্লাডম্যানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. শাহারিয়ার হাসান জিসান বলেন, “যুবসমাজ সরকারের চেয়েও বড় এবং কার্যকর ভূমিকা পালন করতে পারে। আমরা একসঙ্গে পরিবর্তনের বাহক, তাই আমাদের দায়িত্ব দেশ এবং বিশ্বকে উন্নত করা।” সম্মেলনটি দ্য ডেইলি স্টার সেন্টারে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, দ্য ডেইলি স্টার, ব্লাডম্যান এবং কিরনের সহযোগিতায় আয়োজিত হয়। এবারের সম্মেলনের থিম ছিল “পুনর্গঠন, পুনর্জাগরণ, জাতিকে পুনর্জীবিত করা: জলবায়ু, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি এবং কর্মসংস্থানে টেকসই উন্নয়ন”। এতে যুবসমাজের ভূমিকা এবং টেকসই উন্নয়নে তাদের কার্যকর অংশগ্রহণ নিয়ে আলোচনা করা হয়।

শিক্ষা বিষয়ক অধিবেশনে, বাংলাদেশের শিক্ষা প্রযুক্তি বিশেষজ্ঞ শেফাতুল ইসলাম কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে বিপ্লব আনতে পারেন বলে মন্তব্য করেন। তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার ক্ষেত্রে বাধা ভেঙে একটি ব্যক্তিগতকৃত শিক্ষা ব্যবস্থা তৈরি করতে সহায়তা করবে।” ইউএনডিপি বাংলাদেশের জেন্ডার টিম লিডার শারমিন ইসলাম বলেন, “তরুণদের নিয়ম চ্যালেঞ্জ করে সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে।”

স্বাস্থ্য অধিবেশনে লেটস টক মেন্টাল হেলথের সহ-প্রতিষ্ঠাতা আনুশা চৌধুরী মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং সমাজে প্রচলিত ট্যাবু ভাঙার আহ্বান জানান। বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির সহ-সভাপতি ইফতেখার আহমেদ সাকিব বলেন, “ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়তে যুবসমাজের অংশগ্রহণ অপরিহার্য।”

জলবায়ু পরিবর্তন নিয়ে মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি অংশগ্রহণকারীদের বৃক্ষরোপণ এবং পরিবেশ সুরক্ষায় উদ্যোগী হওয়ার জন্য উৎসাহিত করেন। তিনি বলেন, “প্রত্যেকটি ছোট পদক্ষেপ, যেমন বৃক্ষরোপণ, বড় পরিবেশগত পরিবর্তন আনতে সহায়তা করে।”

বিডি জবস ডট কমের সহ-প্রতিষ্ঠাতা এ.কে.এম ফাহিম মাশরুর স্নাতক পর্যায়ের বেকারত্ব এবং আধুনিক যুগের চাহিদা অনুযায়ী ডিজিটাল এবং কারিগরি দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “যুবসমাজকে ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে, কারণ বর্তমান চাকরির বাজারে সাফল্য পেতে এটি অপরিহার্য।” ন্যাশনাল একাডেমি ফর ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সিনিয়র সহকারী সচিব মন্দিপ ঘরাই বলেন, “চাকরির বাজারে ক্রমাগত পরিবর্তন হচ্ছে, তাই তরুণদের নিয়মিত দক্ষতা অর্জন জরুরি।”

সম্মেলনের সমাপনী বক্তব্যে, তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (TiKA) কান্ট্রি কো-অর্ডিনেটর সেভকি মের্ট বারিস বাংলাদেশের তরুণদের প্রশংসা করে বলেন, “বাংলাদেশের তরুণদের মধ্যে পরিবর্তন আনার অসীম সম্ভাবনা রয়েছে।” অক্সফামের প্রোগ্রাম অফিসার রুবায়া নাসরিন শেজুতি সম্মিলিত উদ্যোগের মাধ্যমে জাতির উন্নতি নিশ্চিত করার আহ্বান জানান।

সম্মেলনের মূল বার্তা ছিল, যুবসমাজ শুধু পরিবর্তনের সাক্ষী নয়, বরং তারা পরিবর্তনের চালিকাশক্তি। জলবায়ু স্থিতিস্থাপকতা, শিক্ষা সংস্কার, সবার জন্য স্বাস্থ্যসেবা এবং অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান বিষয়ক গুরুত্বপূর্ণ উদ্ভাবন ও নেতৃত্বে তারা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। ইমপ্যাক্ট টক ২০২৫ প্রমাণ করেছে, যুবসমাজ জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ শক্তি, যা উদ্ভাবন এবং নেতৃত্বের মাধ্যমে সমাজের বিভিন্ন খাতে পরিবর্তন আনতে সক্ষম।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।