ads
ঢাকারবিবার , ১৬ এপ্রিল ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

মাহফুজ রাসেলের ওপর হামলায় চট্রগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ আজ

চট্রগ্রাম প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২৩ ৩:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগের প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেলের ওপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ আজ রবিবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় চট্রগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হবে। সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলন এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশর ডাক দিয়েছে।

জানা গেছে, গত মঙ্গলবার বিকালে বেলছড়ি ইউনিয়নে স্বর্ণাকার টিলায় শিবমন্দির এলাতায় বন্যপ্রাণী শিকারের সঙ্গে সম্পৃক্ত একটি সংঘবদ্ধ চক্র তার ওপর হামলা করে। হামলার শিকার মাহফুজ রাসেল ‘পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ’ সংগঠনের প্রতিষ্ঠাতা। এ ঘটনায় তিনি মাটিরাঙা থানায় অভিযোগ করেছেন।

মাহফুজ রাসেল বলেন, “অর্জুনটিলায় এলাকায় অর্ধযুগ ধরে বন ও বন্যপ্রাণী রক্ষায় মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর কাজ করছি। বিশেষ করে শিকার বন্ধে বিভিন্ন কর্মসূচি পালন করেছি।এতে শিকারিদের একটি সংঘবদ্ধ দল আমার উপর ক্ষিপ্ত হয়।সেই কারণে মঙ্গলবার আমার ওপর হামলা হয়েছে।”

হামলার বর্ণনা দিয়ে রাসেল বলেন, “গত মঙ্গলবার সকালে হামলাকারীরা আমার বাগানের কেয়ারটেকার শরীফ হোসেনকে অপহরণ করে নিয়ে যায়। তাকে উদ্ধার করতে গেলে তার ভাই শাহ আলমের ওপর হামলা হয়।

“পরে বিষয়টি নিয়ে সমাধান করার জন্য গেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন, আলী হোসেনের উপস্থিতিতে বৈঠক চলাকালীন সময়ে স্থানীয় শিকারি হানিফ, সফিউল আলম, সালামসহ অজ্ঞাত আরও কয়েকজন আমার ওপরে হামলা করে।”

এদিকে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের চেয়্যারমান আ.ন.ম. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘মাহফুজ রাসেল প্রকৃতির অকৃত্রিম বন্ধু। যিনি স্বদেশের প্রকৃতিকে প্রকৃতির রুপে সাজাতে উন্নত দেশ ও আয়েশী জীবন ত্যাগ করে দুর্গম পার্বত্য অঞ্চলের ইকোসিস্টেম ফিরিয়ে আনতে দীর্ঘসময় কাজ করছিলেন। তিনি তো ঐ এলাকার জনপ্রতিনিধি বা জননেতা হতে চায়নি বরং ঐ এলাকার প্রকৃতি পরিবেশ ও জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করতে নিজের স্বর্বস্ব দিয়ে কাজ করছিলেন। তাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে হামলা ও নির্মমভাবে আহত করার বিশেষ ঈঙ্গিত আমরা ঠিকই বুঝি। আমরা রাসেলের উপর হামলার তীব্র নিন্দা ও দ্রুততম সময়ের মধ্যে সঠিক বিচার দাবি করছি।

সংবাদ লাইভ/চট্রগ্রাম

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।