প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সলঙ্গার রহিমাবাদে সমন্বিত কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের আওতায় ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটাতাজাকরণ বিষয়ক দুইদিন ব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
পিকেএসএফের অর্থায়নে ও মানব মুক্তি সংস্থার বাস্তবায়নে উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: স্বপন চন্দ্র দেবনাথ, ভেটেরিনারি সার্জন ডা: শামিম আখতার, সলঙ্গা শাখার ব্যবস্থাপক সহ সন্মানিত সদস্যবৃন্দ।
দুইদিন ব্যাপী প্রশিক্ষণে সদস্যদের হাতেকলমে টি এম আর, ইউরিয়া মোলাসেস স্ট্র, ইউটিএস, ইউটিসি ও সাইলেজ বানানো শেখানো হয় এবং ২৫-৩০ দিন বয়সী উন্নত জাতের ঘাসের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটাতাজাকরণ’ বিষয়ক প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে জানতে চাইলে, এমএমএসের প্রাণিসম্পদ কর্মকর্তা মো: মারুফ হাসান জানান, ‘বাজারে গো-খাদ্যের উর্ধ্বমূল্যে প্রান্তিক খামারীরা যখন দিশেহারা অবস্থা, ঠিক তখনই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটাতাজাকরণ বিষয়ক সদস্য প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে পিকেএসএফের লাইভস্টোক টিম। যা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে মানব মুক্তি সংস্থা। আমরা সদস্যদের হাতে কলমে টিএমআর, সাইলেজ, ইউএমএস, ইউটিএস, ইউটিসি বানানো শিখাচ্ছি।এতে সদস্যরা উপকৃত হচ্ছে।প্রান্তিক খামারীদের মাঝে নিজের অর্জিত জ্ঞান ছড়িয়ে দিয়ে এদেশের লাইভস্টোক সেক্টরের উন্নয়নে একজন ক্ষুদ্র কর্মী হিসাবে অবদান রাখতে চাই।’
সংবাদ লাইভ/কৃষি


