ads
ঢাকাবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

মহিলাদের বাহিরে কাজের প্রয়োজন নেই একথা আমি বলিনি: ভারতীয় ধর্মগুরু অনিরুদ্ধ আচার্য

আন্তর্জাতিক ডেস্ক
নভেম্বর ২৮, ২০২৪ ২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

সম্প্রতি ভারতের অন্যতম একটি জাতীয় টেলিভিশন Times Now এর একটি অনুষ্ঠানে একজন মহিলা, নারীদের বাহিরে কাজ করার প্রয়োজন কি? পুরুষ কাজ করলেই তো হয়, তার মানে নারীরা কি পুরুষের অওরাধীন? আরোপিত এ প্রশ্নের জবাবে ভারতের এক হিন্দু ধর্মগুরু অনিরুদ্ধ আচার্য বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

সম্প্রতি তিনি সেই অনুষ্ঠানে বলেছেন, একটি পরিবারে যদি ভাই থাকে আর সে যদি সক্ষম হয় কাজ করার জন্য, তাহলে মহিলাদের কাজ করার প্রয়োজন কেন? তিনি কখনোই ‘মহিলাদের বাহিরে কাজ করার প্রয়োজন নেই’ এ কথা সরাসরি বলেননি। এটি তিনি সেই অনুষ্ঠানে বলেছেন এবং যদি বলে থাকেন তাহলে সেটার প্রমাণ প্রশ্ন করা সেই নারীকে দেখাতে বলেছেন।

সেই ধর্মগুরু বলেছেন, এক মহিলা আমাকে প্রশ্ন করেছিলো আমি বাহিরে কর্ম করতে চাই, আমার স্বামী একজন ব্যবসায়ী, এর উত্তরে সেই ধর্মগুরু বলেছিলেন আপনার স্বামী যদি একজন ব্যবসায়ী হয়ে থাকে তাহলে আপনার বাহিরে কাজ করার প্রয়োজন কি?

অনুষ্ঠানে তিনি বলেন “যদি পরিবারে কাজ করার মতো কোন পুরুষ না থাকে কিংবা সক্ষম না হয় তাহলে নারী বাহিরে কাজ করবে।”

এছাড়াও অনিরুদ্ধ আচার্য আরও বলেন, সমাজের উচ্চ পর্যায়ের যেসব পুরুষ ব্যক্তিগণ আছেন তারা আমাকে বলেছেন প্রায় ৮৫ শতাংশ পুরুষ চায় যে তাদের বউ কিংবা স্ত্রী বাহিরে কাজ না করুক।

উক্ত অনুষ্ঠানে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় এছাড়াও অনুষ্ঠানে আরও বেশ কিছু অতিথি এবং দর্শক উপস্থিত ছিলো।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।