ads
ঢাকাসোমবার , ১৭ জুলাই ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বুটেক্সে স্পিনার্স ক্লাবের নেতৃত্বে আমজাদ ও শুভ

বুটেক্স প্রতিনিধি
জুলাই ১৭, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) স্পিনার্স ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আমজাদ হোসেন মজুমদার এবং সাধারণ সম্পাদক শেখ মোবাশ্বের হাসান শুভ।

সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই বিশ্ববিদ্যালয়ের ৪৫তম ব্যাচের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। নতুনভাবে ক্লাবের মডারেটরের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ।

ক্লাব নিয়ে সভাপতি আমজাদ হোসেন মজুমদার বলেন, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগটি বিশ্ববিদ্যালয়ে পুরনো, এই সত্ত্বাকে আবারও জাগিয়ে তোলার প্রয়াসে আমরা কাজ করব। শিক্ষার্থীদের সফট স্কিল ডেভেলপমেন্ট, অ্যালামনাইদের সাথে সম্পর্ক বৃদ্ধিসহ আরো অনেকগুলো লক্ষ্য নিয়ে আমাদের অগ্রযাত্রা হবে।

সাধারণ সম্পাদক শেখ মোবাশ্বের হাসান শুভ বলেন, দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকার পর আবারও কার্যক্রম শুরু করতে যাচ্ছি আমরা। মননশীল কাজ এবং ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-কারিকুলাম কার্যক্রম আরো সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করব।

উল্লেখ্য, ২০১৬ সালে স্পিনার্স ক্লাব শিক্ষার্থীদের উন্নয়নে ওয়ার্কশপ ও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি ছাত্রছাত্রীদের সফট স্কিল ডেভেলপমেন্ট, রিসার্চ স্টাডিসহ আরো অনেক কার্যক্রম মাথায় রেখে ক্লাবের যাত্রা শুরু হয়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।