ads
ঢাকাশুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বিজয় দিবসে বগুড়ায় ছাত্রলীগের দু’পক্ষের হাতাহাতি, আহত ৪

সংবাদ লাইভ
ডিসেম্বর ১৬, ২০২২ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আশরাফুল ইসলাম আকাশ, বগুড়া প্রতিনিধি: মহান বিজয় দিবসে বগুড়া জেলা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে শহরের টেম্পল রোডের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর এ ঘটানা ঘটে।

জানা যায়, বগুড়া জেলা ছাত্রলীগের নবঘোষিত কমিটির সভাপতি-সম্পাদককে লক্ষ্যে করে সংগঠনটির একাংশের নেতারা ধাওয়া দেয়। পরে আ.লীগের দলীয় কার্যালয়ের সামনে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে মুঠোফোনে যোগাযোগ করা হয় বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার সাথে। তিনি জানালেন, মহান বিজয় দিবস উপলক্ষে আমরা সাতমাথার দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে হাজির হই। সেখানে কর্মসূচি অনুযায়ী সংগঠনের পতাকা উত্তোলন করি। এর পরপরই নানা ধরনের উস্কানিমূলক স্লোগান দিতে দিতে আমাদের উপর হামলা করে কয়েকজনের একটি দল। এতে আমার ৪ জন সমর্থক আহত হয়েছে।

দলীয় কার্যালয়ের তালা ভেঙ্গে সংগঠনের কক্ষে প্রবেশ করে নবঘোষিত কমিটির নেতারা। এ ব্যাপারে সজীব সাহা বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রলীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে রেখেছিলো কয়েকজন বিদ্রোহী ছাত্রনেতারা। আজ আমরা কার্যালয়ে হাজির হয়ে সেই তালাটি ভেঙে ফেলেছি। পরে বিজয় মিছিল করে কার্যালয় থেকে চলে আসি।

এ ঘটনায় বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার কয়েকজন সমর্থক আহত হয়েছেন। ইতোমধ্যে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।

বিজয় দিবসে ছাত্রলীগের এহেন কর্মকাণ্ডে সাতমাথা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। তবে শিগগিরই আ.লীগের সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার পরপরই টেম্পল রোডে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।

ছাত্রলীগের নবঘোষিত কমিটির নেতাদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত ছাত্রনেতাদের কেউই বক্তব্য দিতে রাজি হননি।

সংবাদলাইভ/এবি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।