বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সদস্য পরিচালক (প্রাণিসম্পদ) ড. নাজমুন নাহার করিমকে নির্বাহী চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রদান করা হয়েছে। আজ সোমবার (১৯ আগস্ট ২০২৪) কৃষি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ড. নাহার করিম তাঁর নতুন দায়িত্ব পালন করবেন। এটি তাঁর দীর্ঘমেয়াদী গবেষণা অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে গণ্য হচ্ছে। এর আগে তিনি প্রাণিসম্পদ বিভাগে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর দক্ষ নেতৃত্বে প্রাণিসম্পদ খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে এবং কৃষি খাতের উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন।
ড. নাজমুন নাহার করিম একজন অভিজ্ঞ গবেষক ও প্রশাসক হিসেবে দেশের কৃষি গবেষণা ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। তাঁর নেতৃত্বে বিএআরসি-এর গবেষণা কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে। নতুন দায়িত্বে যোগদানের পর, ড. করিমের অধীনে গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আসবে এবং কৃষি উৎপাদন ব্যবস্থাপনার নতুন দিক উন্মোচিত হবে বলে মনে করছেন গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা।
বিএআরসির বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, নির্বাহী চেয়ারম্যান হিসেবে তাঁর এই নিয়োগ কৃষি খাতে গবেষণার মানোন্নয়ন ও নতুন প্রযুক্তির উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার দক্ষ নেতৃত্বে বিএআরসি আরো সামনের দিকে অগ্রসর হবে।
এদিকে নতুন দায়িত্ব পেয়ে ড. নাজমুন নাহার করিম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “এটি আমার জন্য এক বিশাল দায়িত্ব এবং সম্মান। আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার দায়িত্ব পালনে। দেশের কৃষি গবেষণার অগ্রযাত্রাকে আরও বেগবান করতে এবং নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী করার জন্য আমি নিজেকে সেরাটা উপহার দিতে চাই।”


