ads
ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বায়ুদূষণ গবেষণায় প্রযুক্তি সহযোগিতা পেল বাকৃবি: ক্যাম্পাসে শুরু হবে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ

মো আমান উল্লাহ
নভেম্বর ২৩, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইইএসডিএম) এবং সেন্টার ফর অ্যাটমোসফেরিক পলিউশন স্টাডিজ (ক্যাপস)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত এই অনুষ্ঠানের মাধ্যমে দুই প্রতিষ্ঠান বায়ুদূষণ–সংক্রান্ত গবেষণা, তথ্য আদান–প্রদান ও প্রযুক্তিগত সহযোগিতা আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে।

চুক্তির অংশ হিসেবে ক্যাপস কর্তৃপক্ষ আইইএসডিএমকে ২৪ ঘণ্টা বায়ুদূষণ মনিটরিংয়ের জন্য আধুনিক যন্ত্র প্রদান করে। এটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বায়ুর মান নিরবচ্ছিন্নভাবে মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ক্যাপস-এর পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানের চেয়ারপারসন অধ্যাপক ড. আহম্মেদ কামরুজ্জামান মজুমদার। আইইএসডিএমের পক্ষে সই করেন পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল বাতেন।

অনুষ্ঠানে ফোকাল পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ বদিউজ্জামান খান এবং অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক, ড. হাফসা জাহান হিয়া, শাহ তাজদিকা অয়ন, কানিফ ফাতেমা ঊষাসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

চুক্তির মাধ্যমে বায়ুদূষণের উৎস, মাত্রা ও প্রভাব নিরীক্ষণ এবং দীর্ঘমেয়াদি গবেষণাকে আরও শক্তিশালীভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হলো বলে দুই প্রতিষ্ঠানই আশা প্রকাশ করে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।