বাগবাড়ী কে এম উচ্চ বিদ্যালয়ের এএসসি ১১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এক হৃদয়ছোঁয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মার্চ ২০২৫) বাগবাড়ী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজ মাঠ প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়। ব্যাচের অর্ধ শতাধিক শিক্ষার্থী এতে উপস্থিত ছিলেন।
রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে আয়োজিত এই ইফতার মাহফিলে দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় সবার মধ্যেই ছিল ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস।
মাগরিবের আজানের আগ মুহূর্তে ইফতার পরিবেশন করা হয়। খেজুর, ফল, শরবত ও বিভিন্ন সুস্বাদু খাবার দিয়ে সাজানো ছিল ইফতার আয়োজন।
অনুষ্ঠানে অংশ নেওয়া এক শিক্ষার্থী শারীফুল ইসলাম বলেন, “আজকের দিনটা আমাদের জন্য বিশেষ। ব্যস্ত জীবনে সবাই ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও এই ইফতার আমাদের বন্ধন আরও দৃঢ় করেছে। আশা করি, প্রতি বছর এমন আয়োজন করবো।”
ইফতার মাহফিল শেষে ব্যাচের বন্ধন আরও দৃঢ় করতে ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন—বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচি, সামাজিক উন্নয়নমূলক প্রকল্প ইত্যাদি।
এই আয়োজন নিছক একটি ইফতার মাহফিল নয়, বরং এটি ছিল প্রাক্তন সহপাঠীদের ভালোবাসা ও ঐক্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এএসসি ১১ ব্যাচের শিক্ষার্থীরা ভবিষ্যতেও একে অপরের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং এমন মিলনমেলা যেন প্রতি বছর আয়োজন করা যায়, সেই আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ লাইভ/বগুড়া


