ads
ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাকৃবিতে সরস্বতী পূজা উদযাপন

বাকৃবি প্রতিনিধি
জানুয়ারি ২৪, ২০২৬ ১২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শ্রী শ্রী বাণী অর্চনা ও নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

কেন্দ্রীয় মন্দির কমিটি ও সনাতন সংঘের উদ্যোগে শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় প্রতিমা স্থাপন এবং সাড়ে ৮টায় পূজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শুক্লাপঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে মন্ত্রপাঠের মাধ্যমে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পূজা শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় মন্দির প্রাঙ্গণে আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা ভক্ত ও দর্শনার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে বাকৃবি কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি অধ্যাপক ড. সুকুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. সুকুমার সাহা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতায় শ্রী শ্রী সরস্বতী পূজা অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় দেড় হাজারের বেশি ভক্ত এ পূজায় অংশগ্রহণ করেন। সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে একটি মনোরম সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।