বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) চত্বরে অবস্থিত দারুল কুরআন মুসলিম একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬ এক আনন্দঘন ও বর্ণাঢ্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) একাডেমির প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষাগত কৃতিত্ব ও নৈতিক উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১১০ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া অন্যান্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিশেষ পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি প্রকৌশলী মো. আবদুল হালিম সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশনের (ন্যাপ) মহাপরিচালক ফরিদ আহমদ। এছাড়া অনুষ্ঠানে শিক্ষাবিদ, আলেম-ওলামা, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পবিত্র কুরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন দারুল কুরআন মুসলিম একাডেমির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আশরাফুজ্জামান। তিনি একাডেমির শিক্ষা কার্যক্রম তুলে ধরার পাশাপাশি অভিভাবকদের সুবিধার্থে একটি স্থায়ী বসার ছাউনি নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী মো. আবদুল হালিম সরদার বলেন, আমাদের লক্ষ্য শুধু কুরআন হিফজ করানো নয়, বরং এমন আদর্শ মানুষ তৈরি করা, যারা সমাজ ও জাতির কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, কুরআনভিত্তিক শিক্ষা একটি জাতির নৈতিক চরিত্র গঠনে অপরিসীম ভূমিকা রাখে। তিনি দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত দারুল কুরআন মুসলিম একাডেমির শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী আখ্যায়িত করেন এবং ভবিষ্যতে একাডেমির যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।


