বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নবগঠিত ছাত্রদল কমিটিতে এবার মেধা, দক্ষতা ও সাংগঠনিক অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সদ্য ঘোষিত এই কমিটিতে অগ্রাধিকার পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের মেধাবী ও সক্রিয় শিক্ষার্থীরা। এতে ক্যাম্পাসজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে যে ছাত্ররাজনীতিতে যোগ্যতা, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও নেতৃত্বগুণকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার ১৯২ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. আতিকুর রহমান এবং সদস্য সচিব হিসেবে মো. শফিকুল ইসলাম মনোনীত হয়েছে। এছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক পদে এ এম শোয়াইব ও ৬৩ জন যুগ্ম-আহ্বায়ক এবং ১২৬ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হাসান খাঁন ( কীটতত্ত্ব বিভাগে ৭ম পজিশন), হাসিবুল হাসান বিজয় (ফিসারিজ টেকনোলজি বিভাগে ১ম পজিশন), বদরুন্নেসা শান্তা (কীটতত্ত্ব বিভাগে ১ম পজিশন), মাইশা রহমান ( বায়োকেকেমিস্ট্রি এন্ড মোলিকুলার বায়োলজি বিভাগে ২য় পজিশন) এবং সদস্য আতিয়া আনজুম দিনা(ফিসারিজ টেকনোলজি বিভাগে ১ম পজিশন),আসরাউল হক (এগ্রোনমি বিভাগে ১ম পজিশন), মেহনাজ ফাতেমা(জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগে ১ম পজিশন),সোমাইয়া আক্তার জেরিন(অ্যাকুয়াকালচার বিভাগে ২য় পজিশন), মিরাজুল ইসলাম (অ্যাকুয়াকালচার বিভাগে ২য় পজিশন),মাহমুদা কবির(অ্যাগ্রোমেটিওরোলজি বিভাগে ১ম পজিশন), আশিক আহমেদ মোক্তা (এনাটমি এবং হিস্টোলজি বিভাগে ৭ম পজিশন), তাহমিদ ঈশাদ রুপাই ( এনাটমি এবং হিস্টোলজি বিভাগে ১১ তম পজিশন ) ফাতেমাতুজ জোহরা (হর্টিকালচার বিভাগে ৭ম পজিশন), তাহমিনা আক্তার (হর্টিকালচার বিভাগে ৪র্থ পজিশন), মাইমুনা বিনতে নেওয়াজ (কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদে ২য় পজিশন), সুমাইয়া খাতুন মনি(পশুপালন অনুষদে ৫ম পজিশন) ও সাব্বির আহমেদ (কৃষি অনুষদের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্র)
নবগঠিত আহ্বায়ক কৃষিবিদ মো :আতিকুর রহমান জানিয়েছেন, দায়িত্ব পাওয়াকে তারা ছাত্রসমাজের প্রতি একটি অঙ্গীকার হিসেবে দেখছেন। তারা একাডেমিক পরিবেশ রক্ষা, শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অধিকার আদায় এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। একই সঙ্গে তারা সহিংসতা বা বিভাজনমূলক কর্মকাণ্ডের পরিবর্তে যুক্তিবাদ, গবেষণা, সাংস্কৃতিক চর্চা ও ইতিবাচক ছাত্র রাজনীতিকে এগিয়ে নেওয়ার কথা বলেছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ মনে করছে, মেধাবীদের আগমন সংগঠনের কার্যক্রমে নতুন ধারা সৃষ্টি করবে। তারা বলছেন, দায়িত্বশীল নেতৃত্ব ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরো জানান, শিক্ষার্থীদের সমস্যা সমাধান, প্রশাসনের সঙ্গে সমন্বয়, হল-সংক্রান্ত বিভিন্ন বিষয়, সেমিস্টারজট কমানো এবং শিক্ষাঙ্গনে স্বচ্ছতা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তারা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ছাত্রস্বার্থ রক্ষায় গঠনমূলক ভূমিকা পালন করতে চান।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাকৃবির শাখার নবগঠিত কমিটিতে এক ঝাঁক মেধাবীদের স্থান দেয়া হয়েছে। ছাত্রদল সমসময় মেধাবী ও মননশীলদের নিয়ে কাজ করে এসেছে, যারা এমন চিন্তা-আদর্শ লালন করে, তারা জাতীয়তাবাদী পতাকাতলে এসেছে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে বিশ্বাস করে। আমরা চাই বাকৃবিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকুক, শিক্ষার্থীরা নিরাপদে অবস্থান করুক।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব মো শফিকুল ইসলাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন মেধাবীদের খুঁজে বের করে দেশ গড়ার কাজে সম্পৃক্ত করতেন। একইভাবে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল মেধাবী শিক্ষার্থীদের তালাশে রয়েছে।
ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ এম শোয়াইব বলেন, মেধাবী ও যোগ্যদের দ্বারা নবনির্বাচিত কমিটির সবাইকে অভিনন্দন। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে, ছাত্রবান্ধব পরিবেশ বজায় রাখার প্রতিজ্ঞার মাধ্যমে, দেশের উন্নয়নে গবেষণা ক্ষেত্রে অবদান রাখার মাধ্যমে ছাত্রদল সকল শিক্ষার্থীকে সাথে এগিয়ে যাবে বলে আশা করছি।


