ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বাকৃবিতে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের  ‘নবীন আগমনী উৎসব’ অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি
নভেম্বর ২১, ২০২৫ ১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজন করা হয়েছে “নবীন আগমনী উৎসব”। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের উদ্দেশ্যে  বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘চারণ সাংস্কৃতিক কেন্দ্র’ এ আয়োজন করে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদীন মিলনায়তনের মুক্তমঞ্চে উৎসব মুখর পরিবেশে এটি অনুষ্ঠিত হয়।

এ আয়োজনে নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ আকর্ষণ হিসেবে আয়োজিত হয় নাটক ‘হল্লাবোল’।  এছাড়াও গান, নাচ, প্রতিযোগিতাসহ বিভিন্ন দলীয় পরিবেশনায় নবীন এবং বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী শেখ ফরিদ। এছাড়াও নবীন শিক্ষার্থীদের পাশাপাশি দর্শক হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক কাজী শেখ ফরিদ নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে মূল্যবোধ, মানবিকতা ও সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তা নিয়ে অনুপ্রেরণাদায়ী বক্তব্য প্রদান করেন।

বক্তব্য শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নবীনদের মাঝে পুরস্কার বিতরণ করার মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।