ads
ঢাকাসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বহিরাগত দ্বারা বাকৃবি শিক্ষার্থী মারধরের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ক্যাম্পাস ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

বহিরাগত দ্বারা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী মারধরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। বিক্ষোভ মিছিল চলাকালীন তারা মারধরের সাথে জড়িতদের যথাযথ বিচার দাবি করেন।

আব্দুল জব্বার মোড় থেকে মিছিল শুরু করে তারা দেবদারু সড়ক, প্রশাসন ভবন, উপাচার্যের বাসভবন, ছাত্রীহল সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে কে আর মার্কেটে যান৷ পরে সেখান থেকে আবার উপাচার্যের বাসভবনের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করেন তারা। মিছিল চলাকালীন তারা ‘আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই’ ; ‘বহিরাগত মারলো কেন? প্রশাসন বিচার চাই’- সহ নানা স্লোগান দিতে থাকেন।

উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ সমাবেশ চলাকালীন শিক্ষার্থীরা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন যে শিক্ষার্থীরা না থাকলে শিক্ষকদের এক পয়সা দাম থাকবে না। শিক্ষকদের যুক্তি যে ভুল সেটি আজ আবারও প্রমানিত হয়ে গেলো। এখনকার অবস্থা দেখে তো মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় আসলে শিক্ষার্থীদের না, বিশ্ববিদ্যালয় হলো শিক্ষক এবং বহিরাগতদের।’

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।