ads
ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ববিতে ২য় জাতীয় বিতর্ক উৎসবে চুয়েট চ্যাম্পিয়ন, রানার্সআপ ঢাবি

জাকিয়া সুলতানা শিমু, ববি প্রতিনিধি
নভেম্বর ৩০, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (বিইউডিএস)-এর আয়োজনে ২৮ ও ২৯ নভেম্বর ২০২৫ তারিখে সফলভাবে অনুষ্ঠিত হলো দ্বিতীয় ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল-২০২৫। ‘ঘুচে যাক দূরত্ব পথের ও মতের’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই উৎসবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চুয়েট ডিবেটিং সোসাইটি এবং রানার্সআপ হয়েছে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)।

ফাইনাল রাউন্ডের বিতর্কিত মোশনটি ছিলো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নে নিজস্ব ক্ষেত্রে সফল”। প্রধান বিচারক হিসেবে ছিলেন কুয়েট ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি ও সাবেক জাতীয় বিতার্কিক রায়হান আহমেদ জয়।

এবারের আয়োজনে দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২৮টি দল অংশগ্রহণ করে। উল্লেখযোগ্য অংশগ্রহণকারী দলের মধ্যে ছিল জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, রাজশাহী ইউনিভার্সিটি ডিবেট অরগানাইজেশান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হোয়াইট, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি, বাংলা কলেজ ডিবেটিং ক্লাব এবং শেরে বাংলা মেডিকেল কলেজ ডিবেট ফোরাম সহ মোট ২৮ টি দল।

চ্যাম্পিয়ন দল চুয়েট ডিবেটিং সোসাইটির সভাপতি কামরুল আহসান তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমরা চ্যাম্পিয়ন হয়ে ফিরবো এমন আশা নিয়ে এসেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা পেরেছি। বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির এই আয়োজন চমৎকার ছিলো এবং আমরা দারুণ উপভোগ করেছি। এখানে জাতীয় পর্যায়ের বিতর্কিকরা বিচারক হিসেবে ছিলেন এবং তাদের ভিতর কোনো পক্ষপাতিত্ব অনুভব করিনি।

অনুষ্ঠানের কনভেনার উপমা দত্ত জানান, আমাদের কয়েকজন সদস্য দুইমাস কষ্ট করে এত বড় আয়োজন সম্পন্ন করেছি। প্রথমবার ২০২৩ সালে আয়োজনের পর দ্বিতীয়বার হিসাবে প্রথমবারকে ছাড়িয়ে যাওয়ার একটা চ্যালেঞ্জ ছিল, সে হিসেবে আমরা সফল হয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেশ পজেটিভ ছিলেন, তবে প্রশাসন থেকে কোনো আর্থিক সহায়তা না পাওয়ায় চ্যালেঞ্জ ছিল। আশা করছি প্রতিবছর এমন সুন্দর আয়োজন থাকবে।

বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মেহেদী হাসান সোহাগ বিতর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, “বিতর্ক মানুষের কণ্ঠে যুক্তির শক্তি তুলে ধরে, চিন্তাকে করে শানিত এবং ভিন্নমতকে শ্রদ্ধার সাথে গ্রহণ করার শিক্ষা দেয়। একজন সচেতন নাগরিক তৈরিতে বিতর্ক চর্চার ভূমিকা অপরিসীম। আমরা বিশ্বাস করি, আজ যারা এখানে বিতর্কে অংশ নিচ্ছেন, তারাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্বে যুক্তিবোধের আলো ছড়িয়ে দেবেন। তিনি সফল আয়োজনের জন্য উপদেষ্টা পরিষদ, সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক এবং স্পন্সরদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তির পর সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ক্যাম্পাসের স্বনামধন্য শিল্পীরা অংশগ্রহণ করেন এবং উৎসবকে আরও রঙিন করে তোলেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।