ads
ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বজ্রপাতে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদের মৃত্যু

Link Copied!

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাশেদুল ইসলাম পুজার ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রবিবার (৫ অক্টোবর) দুপুর প্রায় ৩টার দিকে তার নিজ এলাকা কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘাঘুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে বজ্রপাতের এই ঘটনা ঘটে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে আসার জন্য কুমিল্লার উজানচর-ঘাঘুটিয়া খেয়া পারাপারের সময় আকষ্মিক বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এ সময় নৌকার আরও দুইজন নারীও মৃত্যুবরণ করেন। নিহত রাশেদের বাড়ি কুমিল্লার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে।

রাশেদের আকস্মিক মৃত্যুতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান পল বলেন, “রাশেদ আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষার্থীদের একজন। তার অকাল মৃত্যুতে আমাদের হৃদয় ছিঁড়ে গেছে। আমরা স্তব্ধ হয়ে আছি। সে আজ ক্যাম্পাসে ফিরছিল, কিন্তু আর ফেরা হলো না। এক অপার সম্ভাবনাময় তরুণ আমাদের ছেড়ে চলে গেছে। তার পরিবারকে আমরা সমবেদনা জানাচ্ছি। যেকোনো সহযোগিতায় আমাদের বিভাগ তার পরিবারের পাশে থাকবে।”

রাশেদ পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন কুমিল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতির দায়িত্বে ছিলেন। পড়াশোনার পাশাপাশি ভ্রমণপিপাসুও ছিলেন রাশেদ। ২০২৪ সালের ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় থেকে টেকনাফ পর্যন্ত পায়ে হেঁটে পাড়ি দেন তিনি

রাশেদের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সকল শিক্ষক-শিক্ষার্থী।

রিফায়েত আলম
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধ

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।