ads
ঢাকামঙ্গলবার , ৪ এপ্রিল ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বঙ্গবাজারের আগুন নেভাতে এগিয়ে এলো ঢাবির ছাত্রলীগ নেতাকর্মীরা

ঢাবি প্রতিনিধি
এপ্রিল ৪, ২০২৩ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল-সংলগ্ন পুকুর থেকে পানি ব্যাবহার করেছে ফায়ার সার্ভিস। আগুন লাগার পর কাছাকাছি এ জায়গার পানির উৎস ব্যবহার করছে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্রলীগের নেতাকর্মীরা।

হলের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইফতেখার শ্রাবণ বলেন, সাড়ে ৬টা থেকে সাতটি পাইপ লাগিয়ে পুকুর থেকে পানি নেওয়া শুরু করে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের লোকজন আমাদের হলের ভিতর পুকুরে আসে পানির জন্য। পরে আমরা হলের গেট খুলে দেই। আমরা হলের শিক্ষার্থীরা চেষ্টা করেছি তাদেরকে সহযোগিতা করার জন্য, যাতে এখান থেকে পানি সংগ্রহ করে দ্রুত নিয়ে গিয়ে আগুন নেভাতে পারে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিসের ১১টি দমকল দিয়ে পানি তোলা হচ্ছে পুকুর থেকে। ফজলুল হক হলের পুকুর এলাকায় তত্ত্বাবধানে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর পরই ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজে লেগে পড়ি। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অনেক পানির প্রয়োজন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের পুকুর কাছে হওয়ায় এখান থেকে পানি নেওয়া সময় হলের শিক্ষার্থীরা আমাদের কাজে সহযোগিতা করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, এসময় ফজলুল হক হল ছাত্রলীগের সাদমান রিসান, সৈয়দ নাফিজ চৌধুরী, আসাদ, রানা, শাওন, রিয়াজ, বাঁধন ও জিহাদের নেতৃত্বে ফজলুল হক হল ছাত্রলীগের একটি দল তাদেরকে সহযোগিতা করে। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীদেরকে সাহায্য করা থেকে শুরু করে আহতদের রক্ত পর্যন্ত সরবরাহ করছে ফজলুল হক হল ছাত্রলীগের কর্মীরা।

বিষয়টি দ্রুতই সাধারণ মানুষ এবং সুশীল সমাজের দৃষ্টিগোচর হয়। মহতী এ কাজে ছাত্রলীগ নেতাকর্মীদের এমন সহযোগিতায় প্রশংসা করেছেন অনেকে। তারা মনে করে ইতিবাচক কাজের মাধ্যমে ছাত্রলীগ নেতাকর্মীরা আগামীতেও এমন ভালো কাজ কর্ম অব্যাহত রাখবে।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা সৈয়দ নাফিস আহমেদ চৌধুরী সকাল সৈয়দ নাফিজ চৌধুরী বলেন, আগুন লাগার পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ভাই আমাদের সহযোগিতা করার নির্দেশ দেন। আমরা তার নির্দেশনা মোতাবেক কাজ করেছি।

সংবাদ লাইভ/ঢাবি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।