দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসান রিপু।
এ আসনে রাগেবুল আহসান রিপু নৌকা প্রতীকে ১৪৪টি কেন্দ্রে ৫৩ হাজার ২২৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক মার্কার আব্দুল মান্নান আকন্দ পেয়েছেন ২২ হাজার ৮৪০ ভোট।
এর আগে, রোববার সকাল ৮টায় সারাদেশে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই ভোট। এ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৭ লাখ। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৮৫২। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ১০৩টি। ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৯১২টি। ভোট হয়েছে ব্যালট পেপারে।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


