ads
ঢাকাসোমবার , ৩ জুলাই ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

পার্বতীপুরে কাঁচা মরিচের কেজি ১০০ টাকা

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৩, ২০২৩ ১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

মাত্র এক দিনের ব্যবধানে দিনাজপুরের পার্বতীপুরে প্রতিকেজি কাঁচা মরিচ ৪২০ টাকা থেকে কমে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। দাম কমে যাওয়ায় অনেক কৃষককে কাঁচা মরিচ বাড়িতে ফিরিয়ে নিতে দেখা যায়। রোববার পার্বতীপুরের বিভিন্ন হাট ঘুরে এ চিত্র দেখা গেছে।

আজ পার্বতীপুরের হাট হাবড়া ইউনিয়নের ফরিদপুর, মোমিনপুর ইউনিয়নের যশাই ও হামিদপুর ইউনিয়নের খয়েরপুকুর হাটে সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা মণ কাঁচা মরিচ বেচতে দেখা যায়। অথচ এক দিন আগেও প্রতিমণ কাঁচা মরিচ ১৭ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল।

ফরিদপুর হাটে মরিচ বিক্রি করতে আসা পাইকপাড়া গ্রামের কৃষক কার্তিক চন্দ্র রায় বলেন, ‘এবার ৩ বিঘা জমিতে মরিচ চাষ করেছি। এ পর্যন্ত ৪৫ মণ মরিচ বিক্রি করেছি। প্রথম দিকে ৩ হাজার টাকা করে প্রতিমণ কাঁচা মরিচ বিক্রি করলেও পর্যায়ক্রমে দাম বাড়তে থাকে। শনিবার প্রতিমণ সর্বোচ্চ ১৭ হাজার টাকা বিক্রি করেছিলাম। জীবনে মরিচের এতো দাম কখনো পাননি। এ পর্যন্ত ৩ লাখ টাকার কাঁচা মরিচ বিক্রি করেছি।’

ভাবনীপাড়া গ্রামের কামরুজ্জামান বলেন, দেড় বিঘা জমিতে মরিচ চাষ করেছি। শনিবার সাড়ে ১৬ হাজার টাকা করে প্রতিমণ মরিচ বিক্রি করেছিলাম। আকাশ ছোঁয়া দাম দেখে অনেকেই আজ কাঁচা মরিচ হাটে এনেছেন। আমদানি বেশি হওয়ায় এক দিনে কমে গেছে মরিচের দাম।

ফরিদপুর হাটের মরিচের আড়তদার মো. ইব্রাহীম আলী বলেন, হাটে ১০ জন আড়তদার রয়েছেন। প্রতিদিন ১০ ট্রাকের মতো মরিচ ওঠে এ হাটে। এখান থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মরিচ পাঠানো হয়। শনিবার যোগান কম থাকায় ১৭ হাজার টাকা মণ কিনেছি। রোববার যোগান বেশি হওয়ায় ও ভারতীয় কাঁচা মরিচ আমদানি করায় দাম কমে গেছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।