ads
ঢাকারবিবার , ১৫ জুন ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

পরিবেশ ও শিক্ষার্থীদের কল্যাণে এইচবিএফ-এর সবুজ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
জুন ১৫, ২০২৫ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে ফলদ বৃক্ষরোপণের একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হেল্প বাংলাদেশ ফাউন্ডেশন (এইচবিএফ)।

রবিবার (১৫ জুন ২০২৫) বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ী এস.ইউ ফাজিল মাদ্রাসা ও বাগবাড়ী কে.এম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উন্নত জাতের প্রায় আম ও কাঁঠালের গাছ রোপণ করা হয়। রোপণকৃত এসব গাছ গ্রাফটিং বা কলম (হাইব্রিড) পদ্ধতিতে উৎপাদিত হওয়ায় আগামী বছর থেকেই ফল ধরার সম্ভাবনা রয়েছে। ফলগুলো মাদ্রাসা ও বিদ্যালয়ের শিক্ষার্থী এবং মসজিদের মুসল্লীদের জন্য সংরক্ষিত থাকবে।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার বাস্তব শিক্ষা লাভের সুযোগ পাবে। পাশাপাশি, শিক্ষাপ্রতিষ্ঠানের চত্বর হবে আরও সবুজ, ছায়াবান এবং স্বাস্থ্যকর। এটি শিক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়ও সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হেল্প বাংলাদেশ ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা মিনার হোসেন, প্রজেক্ট ম্যানেজার সাইদুর রহমান, স্থানীয় শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মিনার হোসেন বলেন, “আমরা শুধু গাছ রোপণ করছি না, আমরা ভবিষ্যতের জন্য সচেতন নাগরিকও তৈরি করছি। একটি গাছ যেমন ছায়া, ফল ও অক্সিজেন দেয়—তেমনি এটি শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে শিক্ষার একটি জীবন্ত মাধ্যম। আমরা চাই, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান সবুজে ঘেরা হোক এবং শিক্ষার্থীরা প্রকৃতিকে ভালোবাসতে শিখুক।”

তিনি আরও জানান, ভবিষ্যতে জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এমন বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এইচবিএফ দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ, শিক্ষার্থী সহায়তা, মানবিক সেবা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আরও সচেতন, মানবিক ও প্রকৃতিবান্ধব করে তুলবে বলে মত দিয়েছেন স্থানীয় সচেতন মহল।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।