জাতীয় গবেষণা ও উন্নয়ন (National Research and Development- NR&D) অনুদান কর্মসূচি ২০২৫–২৬-এ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মোট ১৮ জন শিক্ষক বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি গবেষণা অনুদান অর্জন করেছেন। এগ্রিকালচার অ্যান্ড এনভায়রনমেন্ট গ্রুপে ৪টি, জীববিজ্ঞান, মেডিকেল সায়েন্স ও পুষ্টি গ্রুপে ৬টি, প্রয়োগিক বিজ্ঞান ও প্রকৌশল গ্রুপে ৭টি এবং ফিজিক্যাল সায়েন্স গ্রুপে ১টি গবেষণা প্রকল্প অনুমোদিত হয়েছে। এসব মিলিয়ে মোট অনুদানের পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।
অনুদানপ্রাপ্তদের মধ্যে রয়েছেন,
এগ্রিকালচার অ্যান্ড এনভায়রনমেন্ট গ্রুপে :
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শিপন দাস গুপ্ত ১ লাখ টাকা, কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুজ্জামান ৯০ হাজার, ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সের সহকারী অধ্যাপক নাজিয়া সুলতানা ৯০ হাজার টাকা এবং একই বিভাগের প্রভাষক মুসফিকা তানজিন ৯০ হাজার অনুদান পেয়েছেন।
জীববিজ্ঞান, মেডিকেল সায়েন্স ও পুষ্টি গ্রুপ থেকে:
ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সুজন বণিক ৯০ হাজার, ফার্মেসি বিভাগের মো. আব্দুল বারেক ৯০ হাজার টাকার বেশি, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রহমান ৯০ হাজার, মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শরিফ উদ্দিন ৯০ হাজার, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মো. সাদ্দাম হোসেন ৯০ হাজার এবং সহযোগী অধ্যাপক মো. সাহিদ সরোয়ার ৮৫ হাজার টাকা অনুদান পেয়েছেন।
প্রয়োগিক বিজ্ঞান ও প্রকৌশল গ্রুপে :
কেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক মো. শহাদাত হোসেন ৮০ হাজার, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম ৮০ হাজার, আইসিই বিভাগের ড. অপূর্ব অধিকারী ৭০ হাজার, একই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাসান ৭০ হাজার, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শুকান্ত ভৌমিক ৭০ হাজার টাকার বেশি, প্রভাষক মো. আব্দুস সামাদ আজাদ ৭০ হাজার টাকার বেশি এবং সহকারী অধ্যাপক ড. মো. সিফাতুল ইসলাম ৭০ হাজার টাকা অনুদান পেয়েছেন।
ফিজিক্যাল সায়েন্স গ্রুপে: কেমিস্ট্রি বিভাগের প্রভাষক নাসরিন আক্তার ৭০ হাজার টাকা অনুদান লাভ করেছেন।
উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ২০১৮–১৯ অর্থবছরে প্রযুক্তি উন্নয়ন, গবেষণা ও উন্নয়নমূলক প্রকল্পের বিভিন্ন গ্রুপে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বরাদ্দ করেছিল। এর মধ্যে ‘এগ্রিকালচার অ্যান্ড এগ্রোটেকনোলজি’ গ্রুপে ১৮টি প্রকল্পের জন্য ৩১ কোটি ৫২ লাখ ১০ হাজার টাকা, ‘জীববিদ্যা, চিকিৎসাবিদ্যা ও পুষ্টিবিদ্যা’ গ্রুপে ৮২টি প্রকল্পের জন্য ৭২ লাখ ২৬ হাজার টাকা, ‘এপ্লাইড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ গ্রুপে ৬৩টি প্রকল্পে ৪৪ লাখ ১৫ হাজার টাকা এবং ‘ফিজিক্যাল সায়েন্স’ গ্রুপে ৪১টি প্রকল্পের জন্য ২১ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ করা হয়। সর্বমোট অতিরিক্ত ৩টি প্রকল্পসহ বরাদ্দের পরিমাণ দাঁড়ায় ১ কোটি ৬৭ লাখ টাকা।


