ads
ঢাকামঙ্গলবার , ১৮ জুন ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

না ফেরার দেশে কবি অসীম সাহা

নিজস্ব প্রতিবেদক
জুন ১৮, ২০২৪ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা। ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলা সাহিত্যের এই খ্যাতিমান ব্যক্তিত্ব।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালেয় (বিএসএমএমইউ) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক ও কবি মুহম্মদ নূরুল হুদা।

জানা গেছে, দীর্ঘদিন অসুস্থ ছিলেন কবি। মাঝখানে কিছুটা সুস্থ হলেও হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন কবি অসীমকে দ্রুত ভর্তি করেন বিএসএমএমইউতে। সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

চলতি বছরের শুরুর দিকেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবি অসীম সাহা। তার চিকিৎসকরা জানান, হাত কাঁপা রোগ, কোষ্ঠকাঠিন্য,ডায়াবেটিস রোগের পাশাপাশি বিষণ্নতাতেও ভুগছিলেন তিনি।

১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি নেত্রকোনায় জন্মগ্রহণ করেন কবি অসীম সাহা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশুনা করেন তিনি।

কবিতার পাশাপাশি উপন্যাস লিখেও জনপ্রিয় হয়ে ওঠেন কবি অসীম সাহা। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০১২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন তিনি। ২০১৯ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।