আশরাফুল ইসলাম আকাশ, বগুড়া প্রতিনিধি: ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হিসেবে সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ ওয়ালী আসিফের (ইনান) নাম ঘোষণায় বগুড়া জেলা ছাত্রলীগের আয়োজনে আনন্দ মিছিল করা হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় শহরের সাতমাথা টেম্পল রোডে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এই আনন্দ মিছিলটি বের করে জেলা ছাত্রলীগ।
পরে মিছিলটি নিয়ে সাতমাথা এলাকা থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টেম্পল রোডের দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
আলোচনা সভার পরে ছাত্রলীগের নেতাকর্মীরা নতুন বাংলাদেশ ছাত্রলীগের কমিটিকে অভিনন্দন জানিয়ে সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়। আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এর আগে গত মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


