ads
ঢাকারবিবার , ১১ আগস্ট ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশের নবজাগরণ

মতামত বিভাগ
আগস্ট ১১, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

হাবিবুর রনি: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে যখন আলোচনা হয়, তখন অতীতের প্রসঙ্গ স্বাভাবিকভাবেই উঠে আসে। ক্ষমতাশালী শাসকদের অধীন আমাদের দেশের ইতিহাস যেমন সমৃদ্ধ, তেমনই অশান্তিপূর্ণ। একটি ক্ষমতাশালী গোষ্ঠী যেভাবে দেশ পরিচালনা করে, সেই ছকের বিপরীতে সামান্য পরিবর্তনের সম্ভাবনাও কল্পনা করা কঠিন হয়ে পড়ে। কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ আমাদেরকে একটি ভিন্ন গল্প শোনাচ্ছে।

অতি সম্প্রতি ঘটে যাওয়া পরিবর্তনগুলো দেশের রাজনৈতিক পরিবেশকে যেন এক রাতের মধ্যে বদলে দিয়েছে। যে শাসককে জনতার রোষে দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে, তাঁর অবনমন আমাদের চেতনায় যেন আগেই দৃশ্যমান হয়নি। অথচ, সামান্য সময়ের ব্যবধানে দেশের চিন্তার জগতে এই পরিবর্তনের ছোঁয়া পৌঁছে গেছে।

ঐতিহাসিকভাবে ক্ষমতাশালী সাম্রাজ্যের পতন সর্বদাই স্বাভাবিক। যখন একটি গোষ্ঠী তাদের সমস্ত শক্তি দিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করে, তখন তাদের দম্ভ ও ঔদ্ধত্য বাড়তে থাকে। এধরনের নির্মম দক্ষতা একসময় অন্ধত্ব নিয়ে আসে। এই ধরনের ক্ষমতা ও শাসন ব্যবস্থাকে যাঁরা সমর্থন করে, তাঁরা মূলত নিজেদের স্বার্থের জন্যই এই ভূমিকা পালন করে।

নতুন প্রজন্মের জন্ম নতুন চিন্তার, যার ভিত্তিতে আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয় এবং বিশ্বের রাজনৈতিক পরিবর্তনের সাথে পরিচিতি। এই প্রজন্ম বাংলাদেশের স্থবির রাজনৈতিক বাস্তবতাকে মেনে নিতে নারাজ। তারা আরব বসন্তের ইতিহাসে প্রভাবিত, লাতিন আমেরিকায় নতুন নেতৃত্বের অভ্যুদয়ের সাক্ষী, এবং যুক্তরাজ্যের রক্ষণশীল দলের নির্বাচনী বিপর্যয়ের অভিজ্ঞতাও রয়েছে। তাদের মূল স্লোগান “পরিবর্তন সম্ভব।”

তাই, বর্তমান সময়ের এই পরিবর্তনকে বিপ্লব বলা যায় কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে। বিপ্লবের সংজ্ঞা অনুযায়ী এটি পূর্ববর্তী পরিস্থিতি থেকে পূর্ণচ্ছেদ। বর্তমান প্রজন্ম দুর্নীতিমুক্ত, অন্তর্ভুক্তিমূলক, সুশাসিত বাংলাদেশের কথা ভাবছে। এই নতুন প্রজন্মের ওপর আস্থা রাখা আমাদের দায়িত্ব, কারণ তারা আমাদের স্বপ্নযাত্রায় নেতৃত্ব দিতে সক্ষম।

শেষ পর্যন্ত, নতুন প্রজন্মের স্বপ্ন ও নেতৃত্বের প্রতি আমাদের সমর্থন ও আস্থা অব্যাহত রাখা জরুরি। কারণ, তাদের সাফল্যের ওপর নির্ভর করছে আমাদের ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ। তাদের এই প্রচেষ্টায় ব্যর্থ হলে আমাদের আর কোনো উপায় থাকবে না। তাদের স্বপ্ন সফল হলে, একটি দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমরা আরও এক ধাপ এগিয়ে যাব।

লেখক: শিক্ষার্থী, স্নাতকোত্তর (কৃষিতত্ত্ব বিভাগ), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।