ads
ঢাকাবৃহস্পতিবার , ১৪ ডিসেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

দুর্বৃত্তদের হামলায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থী গুরুতর আহত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে ছুরিকাহত করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জেলা শহরের হরিদাশপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাহত শিক্ষার্থীর নাম আহসান উল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ার পাশাপাশি ১০ টির অধিক সেলাই প্রদান করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান বলেন,ওসির সাথে এ বিষয়ে কথা হয়েছে। তিনি ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা খোঁজ খবর রাখছি পুরো ঘটনার।

এ বিষয় গোপালগঞ্জ সদর থানার ওসি মো: আনিচুর রহমান বলেন,আমরা অফিসার পাঠিয়েছি।এটা যে বা যারা করুক, তাদের বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।