কৃষিতে অধ্যয়নরত শিক্ষার্থী এবং কৃষি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে তিন মাসব্যাপী অনলাইন কৃষি প্রশিক্ষণের আয়োজন করেছে ই-কৃষি ক্লিনিক। ইতোমধ্যে রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। আগামী ৬ জুলাই থেকে প্রশিক্ষণ শুরু হবে।
জানা যায়,’ ফসল আপনার, দায়িত্ব আমাদের’ স্লোগান নিয়ে ২০২০ সালে যাত্রা শুরু করে ই-কৃষি ক্লিনিক। পথ চলার ৩ বছরে প্রতিষ্ঠানটি ৫ হাজারের অধিক কৃষক ও কৃষি উদ্যোক্তাকে বিনামূল্যে পরামর্শ প্রদান করেছে। এক ঝাঁক তরুণ কৃষিবিদের নেতৃত্বে এ প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। ডিজিটাল কৃষি সেবায় অবদান রাখায় ইতোমধ্যে অর্জন করেছে ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ এবং ‘ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ অ্যাওয়ার্ড’। কৃষিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঠের সাথে সংযোগ স্থাপন করে দক্ষ কৃষিবিদ তৈরিতে এবং কৃষিতে যুক্ত নতুন উদ্যোক্তাদের দক্ষ করে তুলতে তিন মাসব্যাপী প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে ই-কৃষি ক্লিনিক।
প্রশিক্ষণ কর্মশালায় ২৫ টির অধিক ফসলের পোকামাকড় ও রোগ দমন, নিরাপদ ফসল চাষ, কৃষি প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল ও স্মার্ট কৃষি, Good Agriculture Practices( GAP), আধুনিক চাষাবাদসহ কৃষির বেসিক বিষয় শেখানো হবে। দশের অধিক দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষক এ ট্রেনিং নিবেন।
ই-কৃষি ক্লিনিকের সহ-প্রতিষ্ঠাতা কৃষিবিদ মো. মমিন সরকার বলেন, অনেক দিন থেকেই সবার অনুরোধ ছিল ট্রেনিং আয়োজনের। যারা কৃষিকে বেসিক থেকে শিখতে চান, তাদের জন্য আমাদের এ প্রশিক্ষণ। কৃষিতে ইন্টার্নশীপ না থাকায় বাস্তব অভিজ্ঞতা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। তাই আমরা তাদের জন্য বেসিক থেকে মাঠ পর্যায় পর্যন্ত শেখানোর উদ্যোগ নিয়েছি। পাশাপাশি অনেক তরুণ ইউটিউব দেখে কৃষিতে যুক্ত হচ্ছে। কিন্তু অভিজ্ঞতা না থাকায় সফল হতে পারছে না। তাই আমরা এ ট্রেনিং এর মাধ্যমে তাদের দক্ষ কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।
তিনি আরও বলেন, আমরা পথ চলার শুরু থেকেই চেষ্টা করে আসছি কৃষক ভাইদের সঠিক পরামর্শ ও ফসলের চিকিৎসা দিয়ে সহযোগিতা করার। বাংলাদেশের প্রতিটি জেলায় আমাদের সেবা পৌঁছে দিতে পেরেছি। আমরা স্মার্ট কৃষি গড়ার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
সংবাদ লাইভ/কৃষি


