ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ডুয়েট সাংবাদিক সমিতি। মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জুলাই গণঅভ্যুত্থান কর্ণারে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
পূর্ব ঘোষিত কর্মসূচিতে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রদর্শনীর কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে শেষ মুহূর্তে স্থান পরিবর্তন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সহকারী ছাত্রকল্যাণ পরিচালক মনোয়ার হোসেনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক এজারদার সাব্বির হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শুরু হয় শেখ জিসান আহমেদ পরিচালিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘রুম নাম্বার ২০১১’ প্রদর্শন। এতে ২০১৯ সালের ৭ অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দেয়ার পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যার ঘটনার বাস্তবচিত্র তুলে ধরা হয়।
চলচ্চিত্র প্রদর্শনীতে অংশ নেয়া ২১ সিরিজের সিভিল বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আমানউল্লাহ বলেন, ০৫ আগস্টের পর রাজনীতির নতুন এক চেহারা দেখা যাচ্ছে। তারপরও কোথাও কোথাও লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি মাথা তুলছে। এই চলচ্চিত্রটি ছাত্র রাজনীতির অন্ধকার দিক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করবে।
শিক্ষার্থীরা মনে করেন, এ প্রদর্শনী ক্যাম্পাসে প্রচলিত গেস্টরুম কালচার ও সহিংস ছাত্ররাজনীতির ভয়াবহতা নতুন প্রজন্মের সামনে বাস্তবভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


