ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) আজ (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হলো দিনব্যাপী “DUET English Language Festival 2025”। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব (ELC), ডুয়েটের উদ্যোগে এবং ক্লাবের সিলভার জুবিলি উপলক্ষে আয়োজিত এই উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
দিনব্যাপী এ আয়োজন সকাল ৮টা থেকে শুরু হয়ে বেলা ৩টা ৪৫ মিনিট পর্যন্ত ক্যাম্পাসজুড়ে চলে নানা অনুষ্ঠান।
সকালে ওল্ড অ্যাকাডেমিক বিল্ডিং (OAB)–এর সামনে Welcoming & Reporting এর মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর ৮:৩০ মিনিটে শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান এবং ৯টায় ক্যাম্পাস স্ট্রিটে বর্ণাঢ্য grand rally অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীনসহ বিভিন্ন ডিপার্টমেন্ট হেড, ডিন ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি সৃজনশীল চিন্তা, যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে ইংরেজি ভাষা চর্চা অপরিহার্য। বিশ্বায়নের যুগে মাতৃভাষার পাশাপাশি উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে এবং পেশাগত দক্ষতা বিকাশের জন্য অন্যতম মাধ্যম ইংরেজি ভাষা। ডুয়েটের শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধিতে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব (ইএলসি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
পরে ৯:৩০ মিনিটে শুরু হয় মূল প্রতিযোগিতা English Olympiad, যা অনুষ্ঠিত হয় Shahid Syed Nazrul Islam Academic Building (SSNIAB)-এ। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম আউটডোরে অনুষ্ঠিত হয় Poster Presentation।
সকাল ১০:৪৫ মিনিটে অডিটোরিয়াম ও আউটডোর ডিসপ্লেতে প্রদর্শিত হয় শিক্ষার্থীদের নির্মিত Cinematography Showcase। এরপর ১১:১৫ থেকে ১টা পর্যন্ত ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সেমিনার “Career Guidance” অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে ইংরেজির গুরুত্ব তুলে ধরেন।
দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ছিল মধ্যাহ্নভোজের বিরতি। বিকাল ২টায় অডিটোরিয়ামে শুরু হয় সেমিনার “Study Abroad: Road to the USA”, যেখানে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার বিভিন্ন ধাপ, স্কলারশিপ ও ভিসা প্রসেস নিয়ে আলোচনা হয়।
শেষে ২:৪৫ থেকে ৩:৪৫ মিনিট পর্যন্ত অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় Award Ceremony & Closing Session। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা।
ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের সভাপতি রনি ইসলাম মিঠু জানান, ‘শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি, সৃজনশীলতা প্রকাশ এবং আন্তর্জাতিকমানের কার্যক্রমের অভিজ্ঞতা দেওয়াই এই উৎসবের মূল লক্ষ্য।’
দিনব্যাপী উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।


