ads
ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ট্রাব মিউজিক অ্যাওয়ার্ড ২০২২ পেলেন প্রিয়মণি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
মার্চ ২৫, ২০২৩ ৪:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) মিউজিক অ্যাওয়ার্ড ২০২২ পেয়েছেন আফরিন সুলতানা লাবণি। যিনি ভক্তদের কাছে প্রিয়মণি নামেই বেশি পরিচিত। গত ২০ মার্চ বিকেলে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও ওয়েসিস হলে তাকে এ ট্রাব মিউজিক পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০২২ প্রদান করা হয়। এ অ্যাওয়ার্ড পাওয়ায় ভীষণ রকমের খুশি ও আনন্দিত প্রিয়মণি। 

অ্যাওয়ার্ড পাওয়ার পর প্রিয় মণি তার ফেসবুক স্টাটাসে বেশ কয়েকটি ছবি পোস্ট করে লেখেন, ‘আমার কাছে সবসময়ই অ্যাওয়ার্ড মানে সম্মান। আমাকে সম্মানিত করার জন্য আমি চিরকৃতজ্ঞ আয়োজক সহ সকল সদস্যের কাছে।’

জানা গেছে, মিউজিক অ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি অনুষ্ঠিত হয় ‘বঙ্গবন্ধু, বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন ও স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম মোজাম্মেল হক।  সভাপতিত্ব করেন ট্রাব সভাপতি সালাম মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ফোকশিল্পী মমতাজ বেগম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. হামিদা খানম, ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর লোকমান হোসেন আকাশ, নিউইয়র্ক আওয়ামী লীগের সভাপতি ও ফোবানার সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমি।

উল্লেখ্য, আধুনিক, প্লেব্যাক, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, লালনগীতি, ফোক, ব্যান্ড, প্রবাসী সঙ্গীত, টেলিভিশনের অনুষ্ঠানের শীর্ষ সঙ্গীত, ডিজিটাল প্ল্যাট ফর্মের ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও, ইউটিউব সঙ্গীতসহ বিভিন্ন ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সংবাদ লাইভ/বিনোদন

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।