ads
ঢাকারবিবার , ১২ নভেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

টেক্সটাইল ভিত্তিক প্রতিযোগিতা মেকাটেক্স অনুষ্ঠিত

রাফি সারোয়ার, বুটেক্স প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৩ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অধিভুক্ত ড.এম.এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (ডমটেক) আয়োজিত হয়েছে টেক্সটাইল ল্যাব-মেশিনারিজ ভিত্তিক প্রজেক্ট প্রতিযোগিতা। এতে চ্যাম্পিয়ন হয় টিম টেক্স-এক্সপ্লোরারস, প্রথম রানারআপ টিম ইনভেন্টরস, দ্বিতীয় রানার আপ টিম ৩৬০।

ডমটেক রিসার্চ ক্লাবের আয়োজনে দুই মাসব্যাপী আয়োজনটি সম্পন্ন হয় তিনটি ধাপে। এতে প্রথম রাউন্ডে অংশগ্রহণ করে ২৮টি দল। শিক্ষার্থীদেরকে টেক্সটাইল ভিত্তিক বিভিন্ন মেশিনারিজের ওপর ভিত্তি করে ভিডিও জমা দিতে হয়। পরবর্তীতে ১৪টি টিম দ্বিতীয় রাউন্ডের জন্য নির্বাচিত হয়। তাদের জন্যে টেক্সটাইল এবং বর্তমান প্রেক্ষপটে টেক্সটাইল মেশিনারিজের উন্নয়নে তত্ত্বাবধানে মেন্টর হিসেবে ছিলেন দেশের সরকারি, বেসরকারি ও অধিভুক্ত কলেজের ১৪টি প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী। দ্বিতীয় পর্বে দলগুলো প্রজেক্ট ওয়ার্কের মাধ্যমে প্রথম ৫টি দল ফাইনালের জন্য নির্বাচন করা হয় যাদেরকে চূড়ান্ত পর্বে প্রেজেন্টেশন ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সম্পন্ন হয়।

চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, ডমটেকের অধ্যক্ষ ইঞ্জি: আব্দুর রকিব, ইঞ্জিনিয়ার এস. এম. আব্দুর রহমান (জিএম, ট্রু ফেব্রিক লিমিটেড এবং সভাপতি, AOPTB), সিদ্ধার্ত লাহিরী (জিএম, কারূপণ্য রংপুর লিমিটেড), মো: গোলাম মাওলা (এজিএম মেইনটিনেন্স, কারূপণ্য রংপুর লিমিটেড), মো: ওবায়দুল্লাহ আল মাহমুদ (ম্যানেজার, সিভিল এন্ড প্রোপার্টিস, কারূপণ্য রংপুর লিমিটেড) এবং শফিকুল ইসলাম (ম্যানেজার কোয়ালিটি, কারূপণ্য রংপুর লিমিটেড)।

চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে ছিলেন ডমটেকের সহকারী অধ্যাপক রঞ্জু মিয়া, ফ্যাশন এন্ড ডিজাইনের প্রভাষক আসিফ হোসাইন এবং মেহেদী হাসান (প্রভাষক, কারিগরি)।

উল্লেখ্য, সমস্যার টেকসই সমাধান লক্ষ্যমাত্রা সামনে রেখে ডমটেক রিসার্চ ক্লাব ২০২২ সালে যাত্রা শুরু করে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।