জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে(জবি) বাংলাদেশে ইসলামি ছাত্রীসংস্থার উদ্যোগে ফ্রী হিজাব বিতরণ কর্মসূচি পালন করা হয়।এতে অসংখ্য নারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং পছন্দমতো হিজাব উপহার পেয়েছেন।
বুধবার (১২নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমি ভবনের নিচে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। দুইদিন ব্যাপী এই আয়োজনটি চলমান বলে জানিয়েছেন ছাত্রীসংস্থা।
সরে জমিনে দেখা যায়, জবি শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে হিসাব বন্টন করছে সংস্থাটি।নারী শিক্ষার্থীরা হিজাব পেয়ে আনন্দিত। শিক্ষার্থীরা জানান,হিজাব একটি নারীর সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়ে দেয়। হিজাব আমাদের অহংকার।
ইসলামি ছাত্রী সংস্থার সভানেত্রী সুখিমন খাতুন বলেন, হিজাব নারীদের অহংকার ও সৌন্দর্যের প্রতীক।নারীর অগ্রগতির জন্য হিজাব কোন বাঁধা হতে পারে না।নারীদের মধ্যে যে হিজাব ফোবিয়া বা নানান নেতিবাচক ধারনা আমরা চাই তা যেন দূর হয়।।হিজাব নারীর সৌন্দর্য বাড়ায়।


