জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
শনিবার (১১ নভেম্বর) উপাচার্য ড. সৌমিত্র শেখর তাঁর শোকবার্তায় প্রয়াত অধ্যাপকের আত্মার চিরশান্তি কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ড. ইমদাদুল হকের সাথে নিজের ব্যাক্তিগত সম্পর্ক নিয়ে উপাচার্য বলেন, অধ্যাপক ড. ইমদাদুল হকের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং উপাচার্য হিসেবে বিভিন্ন ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ তাঁর হয়েছে। প্রফেসর ইমদাদ ছিলেন সরল ও প্রাণপ্রাচুর্যে ভরা একজন মানুষ।
শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ড. ইমদাদুল হকের অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে উপাচার্য বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন দক্ষ শিক্ষাপ্রশাসক ও অনুসন্ধিৎসু পণ্ডিতকে হারালো। ছাত্র ও সহকর্মীদের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন দীর্ঘদিন।
প্রসঙ্গত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক শনিবার (১১ নভেম্বর) ভোরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। এর আগে, চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। তিনি ২০২১ সালের ১ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান।


