ads
ঢাকাশনিবার , ২০ জানুয়ারি ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের সাদামাটা জীবন

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২০, ২০২৪ ২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনে রাতের বেলা বসে সস্তা খাবারের হোটেল। রাস্তার ধারেই কাঠের চেয়ার টেবিল বিছিয়ে দোকান বসান ব্যাবসায়ীরা। রাতের বেলা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গরীব রোগীর সাথে আত্নীয় স্বজনেরা এখানেই খাবার খান। কম দামেই এসব দোকানে পাওয়া যায় ভাত, তরকারি, রুটি, পরোটা, ভাজি প্রভৃতি। এবার এ হোটেলেই খেতে দেখা গেল বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে। শনিবার (২০ জানুয়ারি ২০২৪) রাত সাড়ে ১২ টার দিকে রাতের খাবার খেতে দেখা যায় তাকে। এ সময় তার সাথে ছিলেন ছাত্রলীগের এক ঝাঁক নেতা-কর্মীও।

আয়েশ করে খাচ্ছিলেন তিনি। ঠিক এসময় সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসা করলে, কী দিয়ে খাচ্ছেন? —জানতে চাইলে সাদ্দাম হোসেন হেসে বললেন, ‘পরোটা, ভাজি, ডিম। খুব মজা। বাড়ির মতো স্বাদ আর দামেও সস্তা।’

এরকম সস্তা হোটেলে খাবার খাওয়ার বিষয়ে নেতাকর্মীদের একজন ইফতেখার বিন আলী শ্রাবনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনাটি কেবল আজকের নয়, মাঝে মধ্যেই নেতা-কর্মীদের নিয়ে খেতে আসেন সাদ্দাম ভাই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই এরকম হোটেলগুলোতেই খাবার খান। সাদ্দাম ভাই খুবই সাদামাটা জীবন যাপন করেন এগুলো তারই প্রমাণ। রাত বিরাতে তিনি একা একা ঘুরে বেড়ান কোন প্রটোকল ছাড়াই। রাস্তার অসহায়, ছিন্নমূল মূল মানুষের জন্য তিনি নানাভাবে সহযোগিতার হাত বাড়ান। তিনি বাংলাদেশ ছাত্রলীগের জন্য গর্ব। তার সাদামাটা জীবন সকলের কাছে অনুকরণীয়।’

সংবাদ লাইভ/ঢাকা

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।