ads
ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

চার বন্ধুর সহ‌যো‌গিতায় যুক্তরা‌ষ্ট্রে কৃষি খামার

রিয়াজ হোসাইন, বাকৃবি
জুন ১৩, ২০২৪ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

মানুষের সবচেয়ে বড় সম্পদ তার স্বপ্ন। মানুষ তার স্বপ্নের চেয়েও বড়। স্বপ্নের উপর ভর করে মানুষ বেঁচে আছে যুগ-যুগান্তর, পাড়ি দিচ্ছে বন্ধুর পথ। ছোটবেলায় আমরা কত কিছুই না হতে চেয়েছে? কেউবা ডাক্তর, প্রকৌশলী কিংবা বৈমানিক। কেউ কি কখনও কৃষি খামারের কথা চিন্তা করেছি? আর সেটা যদি হয় দেশের বাহিরে। এমনই একজন ব্যতিক্রমী স্বপ্নবাজ তরুণ মাহফুজুর রহমান। যুক্তরাষ্ট্রের মাটিতে কাজের সন্ধানে গিয়ে চার বন্ধুর সহায়তায় সেখানে গড়ে তোলেছেন কৃষি খামার। তার এই স্বপ্নের গল্প লিপিবদ্ধ করেছেন মো রিয়াজ হোসাইন।

আপনি যুক্তরাষ্ট্রে কৃষি খামারের শুরুটা কিভাবে করলেন?
আধুনিক ও বিজ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশ্ব খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি এবং খামার ব্যবস্থাপনার প্রতি আগ্রহ ছিল সবসময়। আর এই সকল একমাত্র যুক্তরাষ্ট্রেই সম্ভব। এছাড়াও যুক্তরাষ্ট্রে কৃষি খামার ব্যবস্থাপনা বহুমুখী কর্মসংস্থান সহ বিশ্ববানিজ্যের সুন্দরতম বাজার বিদ্যমান। শুরুর দিকে আমরা ব্যাংকে দুই লাখ ডলার জমা দিয়ে অল্প পরিসরে ১১ একরের জমি ক্রয় করে খামারের কাজ শুরু করি। তারপর কঠোর পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে খামার বড় করি। ভ‌বিষ‌্যতে আমা‌দের খামার ১শ এক‌রে প‌রিণত করার প‌রিকল্পনা আ‌ছে।
আপনি কেন কৃষি খামার দিতে আগ্রহী ছিলেন?
প্রথমত আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পতিত জমিকে চাষের আওতায় আনা। উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সুরক্ষায় সহায়তা করা, কর্মসংস্থান তৈরী এবং পুরো মুসলিম কমিউনিটির জন্য হালাল পণ্য উৎপাদন সহ আন্তজার্তিক বাজারকরণ। যাতে বাংলাদেশে কমিউনিটির লোকদের কমসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এছাড়াও আধুনিক গবেষণা, উচ্চ শিক্ষা, প্রশিক্ষণ সহ কৃষি শিল্পের অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার মাধ্যমে কৃষি ট্যুরিজম ব্যবসা উন্নয়ন করা।
বাংলাদেশীদের জন্য কোন কাজের ব্যবস্থা আছে?
অবশ্যই, আমরা একটা আলোচনায় সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশী তরুণ এবং যুক্তরাষ্ট্রে যারা উচ্চ শিক্ষার জন্য আসে তাদের জন্য কর্মসংস্থানের সু-ব্যবস্থা করব। তারা এখানে কাজ করে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে নিজেদের পড়াশোনা চালাতে পারবে। তাছাড়া বাংলাদেশী মানুষের প্রতি আমার আলাদা নাড়ির টান রয়েছে।
আপনার কৃষি খামারের সহযোগী কারা?
আমি দীর্ঘ সময় জাপান ও যুক্তরাষ্ট্রে কাজ করেছি। কর্মজীবনে যত টাকা রোজগার করেছি সব টাকা এই কৃষি খামারে ব্যয় করেছি। তাছাড়া এই কৃষি খামার তৈরীতে আমার আরও তিন বন্ধু নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে মালিকাধীন অবস্থায় আছে। তাদের নাম যথাক্রমে মো. শাহাদাত হোসেন শাহীন, শেখ তৌফিকুল আলা সিরাজী এবং মো. রুহুল আমিন চৌধুরী। আমাদের কৃষি খামারের নাম ক্যালিফোর্নিয়া ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল ফ্রেন্ডশিপ খামার।
আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন ?
আমার এসএসসি পড়াশোনা শেরপুর ভিক্টোরিয়া স্কুলে এবং এইচএসসি শ্রীবরদী সরকারি কলেজে। পরবর্তী উচ্চ শিক্ষার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দর্শন শাস্ত্রে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজী এবং জাপানি ভাষায় পড়াশোনা শেষ করি। তার পরের বছর জাপান সরকারের বৃত্তি নিয়ে বিদেশী ভাষা শিক্ষার উপর শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহন করি এবং সফলতার সহিত শেষ করি। তারপর আমি চায়নাতে নানজিং এর একটি স্বনামধন্য কোম্পানীর আমন্ত্রণে গবেষণা প্রোগ্রামে অংশগ্রহন করি এবং সফলতার সহিত শেষ করি। এরপর ক্যালিফোর্নিয়া প্যাসিফিক স্টেট বিশ্ববিদ্যালয়ে এমবিএ ফিন্যান্সে এবং ক্যালিফোর্নিয়া ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল বিজনেসে মাস্টার্স শেষ করি। বর্তমানে আমি ক্যালিফোনিয়া স্টেট বিশ্ববিদ্যালয় নর্থরিডজ এ ইনফরমেশন সিস্টেম অফ অ্যাকাউন্টিং উপর পড়াশোনা করছি। ভবিষ্যতে আমার হার্ভাড বিশ্ববিদ্যালয়ে গভারমেন্ট এন্ড পলিটিকসে পড়াশোনা করার ইচ্ছা আছে।
আপনার কর্মময় জীবন কেমন ছিল ?
আমার কর্মজীবন বেশ বৈচিত্র্যময় ছিল। প্রথমে আমি ঢাকার উনল হাই স্কুলে সিনিয়র শিক্ষকতা শুরু করি। পরে শের-ই-বাংলা স্কুল এন্ড মহিলা কলেজে শিক্ষকতা, তারপর আমি তুলা উন্নয়ন বোর্ডে যোগদান করি। বর্তমান আমি যুক্তরাষ্ট্রে বসবাস করছি। যুক্তরাষ্ট্রের কর্মময় জীবনে স্টেট ডিপার্টমেন্ট অফ ফুড এন্ড এগ্রিকালচার ইন্সপেক্টর হিসাবে কাজ শুরু করি। তারপর এগ্রিকালচার কমিশনার ওয়েট এন্ড মেজার, লস এঞ্জেলেসে ইন্সপেক্টর এইড হিসাবে কাজ করছি। যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় ক্যালিফোর্নিয়া ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদে ভাইস প্রেসিডেন্ট ছিলাম। এছাড়াও বর্তমানে আমেরিকান রেড ক্রসের একজন সক্রিয় সদস্য।
আপনার ভবিষ্যৎ ভাবনা কি?
বাংলাদেশ সহ সারা বিশ্বে কৃষির বিভিন্ন আধুনিক গবেষণা সহ বাস্তব মুখী প্রশিক্ষণের সু-ব্যবস্থা এবং উচ্চ শিক্ষা গ্রহণের মেধাবীদের কর্মের সু-ব্যবস্থা করা আমাদের কৃষি খামারের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আন্তর্জাতিক বাজারে উন্নত মানের কৃষি পণ্য বাজার ব্যবস্থাপনা এবং বাংলার ঐতিহ্য যুক্তরাষ্ট্রের মাটিতে ফুটিয়ে তোলা।
সংবাদ লাইভ/কৃষি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।