ads
ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

গোবিপ্রবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, রেফারির উপর হামলা

গোবিপ্রবি প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকালে লোক প্রশাসন বিভাগ ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মধ্যকার খেলায় লোক প্রশাসন বিভাগ পরাজিত হলে রেফারি ও শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটে।

জানা যায়, খেলা শেষে নানা অনিয়মের অভিযোগ তুলে লোক প্রশাসন বিভাগের একদল শিক্ষার্থী রেফারির উপর হামলা চালায়। এসময় আইন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. রাজিউর রহমানকে লাঞ্ছিত করা হয়। রেফারি আহত হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা এবং সেন্ট্রাল ফুটবল টিমের ভলিন্টিয়াররা তাকে নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে অ্যাম্বুলেন্সে তোলেন। পরে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা চেয়ার নিয়ে অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের উপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও সেন্ট্রাল ফুটবল টিমের সদস্য সাজ্জাদ হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল ফুটবল টিমের স্কোয়াড সদস্যরা টুর্নামেন্ট শুরুর পর থেকে প্রতিটি ম্যাচেই শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে। দর্শক বা খেলোয়াড়রা যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না করে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা খেলা শেষে রেফারিকে মারধর করলে আমরা তাকে নিরাপত্তা দিয়ে অ্যাম্বুলেন্সে তুলি। পরবর্তীতে সংঘর্ষ থামাতে গেলে আমাদের কয়েকজন ভলিন্টিয়ার সদস্যকেও মারধর করা হয়।

এ বিষয়ে সহকারী ক্রীড়া পরিচালক বাবুল মন্ডল বলেন,
এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অফিস বন্ধ থাকায় কমিটির সদস্যরা সবাই বাইরে আছেন। অফিস খুললে আপডেট জানা যাবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব বলেন,
ক্যাম্পাস এখন বন্ধ। সকলকে ক্যাম্পাসে উপস্থিত হওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।