ads
ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

গাজায় হামলার প্রতিবাদে জবি ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

জবি প্রতিনিধি
মার্চ ২১, ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুনতাসির আহমাদ। শাখা সভাপতি আব্দুল ওয়াহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাসেম, সহ-দফতর সম্পাদক এডভোকেট বরকত উল্লাহ লতিফ এবং কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ আশিকুল ইসলাম।

মুনতাসির আহমাদ বলেন, “ফিলিস্তিন ও ভারতে ইতিহাসের নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধ চলছে। নিরীহ মুসলমানদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, অথচ বিশ্ব বিবেক এখনো নীরব। অনতিবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, “দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান নয়, বাংলাদেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। বিশ্ব মুসলমানরা যেমন আয়াসোফিয়ায় আজান দিয়েছে, তেমনি একদিন আল-আকসা মুক্ত হবে, বাবরি মসজিদেও আজান ধ্বনিত হবে।”

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জবি শাখার সহ-সভাপতি মোফাসসেল হোসেন সৈকত ও কবি নজরুল কলেজ শাখার সম্পাদক তাজিম দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।