ads
ঢাকাশনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কৃষি খাতের অগ্রগতিতে ‘এগ্রো বিজনেস এসোসিয়েশন অফ বাংলাদেশ’ এর নতুন কমিটি ঘোষণা

কৃষি প্রতিবেদক
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের কৃষি ব্যবসার উন্নয়ন এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এগ্রো বিজনেস এসোসিয়েশন অফ বাংলাদেশ নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫) রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকভাবে ২১ সদস্য বিশিষ্ট এই কমিটির নাম ঘোষণা করা হয়।

নতুন কমিটির সভাপতি হয়েছেন কৃষিবিদ বিপ্লব বসাক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ আবদুল জলিল। নবনির্বাচিত সভাপতি বলেন, “কৃষি উদ্যোক্তাদের স্বার্থ রক্ষা, আধুনিক প্রযুক্তির প্রসার এবং কৃষি ব্যবসার টেকসই উন্নয়নে আমাদের নতুন কমিটি নিরলসভাবে কাজ করবে।”

সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল জলিল বলেন, “কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষিপণ্যের রপ্তানি সম্ভাবনা বাড়ানো এবং নীতি সহায়তা নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন কৃষিবিদ নাসিমুল হায়দার শামীম এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাকিবুল ইসলাম রফিক, ইঞ্জিঃ এস এম এ আওয়াল ও মোঃ সেলিম আহমেদ।

এছাড়াও সহ-সাধারণ সম্পাদক হিসেবে ইঞ্জিঃ বিদ্যুৎ তরফদার, মোঃ জাহাঙ্গীর আলম হেলাল ও মোঃ মাহবুবুর রহমান ডিউক, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন, ট্রেজারার মোঃ গোলাম আযম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ দেলোয়ার হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক মোঃ দুলাল মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রঞ্জন পাল, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ হারুনুর রশীদ এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে মোঃ এমদাদুল হক নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটির সদস্য হিসেবে রয়েছেন কৃষিবিদ মোঃ আমজাদ হোসেন পলাশ, কৃষিবিদ ড. ফয়জুর রহমান বিপুল, মোঃ রোমেল সরকার, মোঃ মাসুদ রানা ও আহসান মনির।

এদিকে, নতুন নেতৃত্ব দেশের কৃষি খাতের অগ্রগতিতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সংগঠনটি কৃষি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং নীতিগত সহায়তা আদায়ের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়ার পরিকল্পনা করছে।

সংবাদ লাইভ/কৃষি

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।