ads
ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কিংসের বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু

ক্রীড়া প্রতিবেদক
আগস্ট ১৯, ২০২৫ ২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

সাবেক কোচ ভেলোরিও তিতা ও ফরাসি ট্রেইনার খলিল চাকরৌনের অভিযোগের ভিত্তিতে কিংসের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা। চুক্তির অর্থ না পাওয়ায় এ মাসের শুরুতে কিংসের বিরুদ্ধে ফিফায় অভিযোগ করেছিলেন তারা। তিতা ও চাকরৌনের অভিযোগ পর্যালোচনার পর ফিফা এখন কিংসকে জবাব দেওয়ার জন্য ২৭ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে। তিতা নিজেই সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি ওমানের ক্লাব আল-সিবের কোচ।

ওমান থেকে তিতা মিডিয়াকে বলেন, ‘অভিযোগ এখন তদন্তাধীন। আমার আইনজীবী জানিয়েছেন, ফিফা আমাদের মামলার বিষয়টি নিয়ে ক্লাবের কাছে ব্যাখ্যা চেয়েছে। তারা কিংসকে ২৭ আগস্টের মধ্যে জবাব দিতে বলেছে।’

কিংসের ব্যাখ্যা পাওয়ার পর রায় ঘোষণা করবে ফিফা। যদি কোচের দাবি সত্য প্রমাণিত হয়, তবে ফিফা ক্লাবকে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করতে বলবে। ওই সময়ের মধ্যে তিতা ও চাকরৌনের পাওনা কিংস পরিশোধ না করলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে ফিফা। শাস্তির মধ্যে থাকতে পারে নতুন খেলোয়াড় দলভুক্তিতে নিষেধাজ্ঞা, লিগের পয়েন্ট কেটে নেওয়া বা লিগ থেকে অবনমন। তবে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কিংস যদি প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উত্থাপন করতে পারে এবং অভিযোগ ভুল প্রমাণিত হয়, তাহলে আবেদন খারিজ করে দেবে ফিফা।

 

 

গত বছরের জুলাইয়ে অস্কার ব্রুজোনের জায়গায় কিংসের কোচের দায়িত্ব নেন তিতা। রোমানিয়ার এই কোচের অধীন ক্লাবটি চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল। তবে প্রিমিয়ার লিগ জিততে না পারায় তিতাকে ছাঁটাই করে ক্লাবটি। এরপর বেতন, বোনাস ও আরও কিছু পাওনা নিয়ে ফিফায় অভিযোগ করেন তিতা।

কিংসের কাছে কত টাকা পাবেন, সেটা স্পষ্টভাবে না জানালেও এ নিয়ে তিতা বলেন, ‘তারা (কিংস) আমার তিন মাসের বেতন ও বোনাস দেয়নি। বিমান ভাড়াও আমি নিজের পকেট থেকে দিয়েছি। একইভাবে ফিটনেস ট্রেইনার তিন মাসের বেতনের সঙ্গে বোনাসও পাবে।’

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।