বাংলাদেশ একাডেমি অব এগ্রিকালচারের উদ্যোগে দেশের খ্যাতিমান কৃষি বিজ্ঞানী, গবেষক এবং একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি ড. কাজী এম. বদরুদ্দোজা’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরে বাংলাদেশ এগ্রো এন্টারপ্রেনিউর ওয়েলফেয়ার ফাউন্ডেশন (BAEF) মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন একাডেমির প্রেসিডেন্ট প্রফেসর ড. লুৎফর রহমান। অনুষ্ঠানে একাডেমি ও BAEF-এর সদস্যবৃন্দসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা কিংবদন্তি এই কৃষি বিজ্ঞানীর কীর্তিময় জীবন, কৃষি গবেষণা ও উন্নয়নে তাঁর অসামান্য অবদান এবং দেশের কৃষিকে এগিয়ে নিতে তাঁর পথপ্রদর্শক ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
আলোচনায় অংশ নেন ড. এম. এ. মজিদ (সাবেক সাধারণ সম্পাদক), ড. শহীদুল ইসলাম, জনাব তারেক হাসান, প্রফেসর শাহে আলম, ড. গোলাম হোসেন, ড. সাইফুল্লাহ, ড. নাথুরাম সরকার এবং BSEF-এর সাধারণ সম্পাদকসহ আরও অনেকে।
স্মরণসভা শেষে মরহুম ড. কাজী এম. বদরুদ্দোজা’র আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংবাদ লাইভ/ঢাকা


