ads
ঢাকাশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

এমজিবি’র ইনোভেশন টক ১.১: বাংলাদেশের পরিবেশ রক্ষায় যুবকরা উন্মুখ

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

মিশন গ্রিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইনোভেশন টক ১.১ সেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৫) রাত ৯ টা থেকে রাত্রি ১১ টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী এ সেশনে দেশের যুবকরা, পরিবেশবিদ এবং বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা একত্রিত হয়ে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান নিয়ে আলোচনা করেন। এই সেশনটি পরিবেশ সংরক্ষণে তরুণদের কার্যকর অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ড. অনিরুদ্ধ জানগাম, যিনি জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) গ্লোবাল অ্যাডভোকেট হিসেবে বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আধুনিক উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের যুবকদের এখনই পরিবেশ সংরক্ষণে কাজ করতে হবে, কারণ তারা ভবিষ্যতের পরিবেশগত নেতা হতে পারবে।”

এছাড়াও, শ্রীলঙ্কার রুয়ান পি পেরেরা এবং মঙ্গোলিয়ার আঙ্কবায়ার আলতানসুখ সারা বিশ্বে পরিবেশ সংরক্ষণের জন্য প্রযুক্তি ও নীতিমালার অগ্রগতি নিয়ে আলোচনায় অংশ নেন। রুয়ান পেরেরা বিশেষভাবে উল্লেখ করেন, “বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন প্রযুক্তির মাধ্যমে পরিবেশ রক্ষা করা হচ্ছে, যা ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বাংলাদেশের পক্ষ থেকে আশিক ইকবাল স্থানীয় জলবায়ু পরিবর্তন, পানি এবং বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, “বাংলাদেশে পানি সংকট এবং বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের স্থানীয় উদ্যোগগুলোকে আরও কার্যকর করতে হবে।”

মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি তার বক্তব্য বলেন, “আমরা বিশ্বাস করি, আজকের তরুণরা তাদের উদ্ভাবনী চিন্তা ও কাজের মাধ্যমে পরিবেশ রক্ষায় বড় ভূমিকা পালন করবে। এই ধরনের উদ্যোগগুলোর মাধ্যমে তারা নতুন আইডিয়া এবং কৌশল শিখতে পারছে যা ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

এই সেশনটি ছিল তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে তারা বৈশ্বিক বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে তাদের চিন্তা ও দৃষ্টিভঙ্গি শেয়ার করতে পেরেছে। বক্তারা অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেছিলেন, “একসাথে কাজ করতে পারলেই আমরা পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হব।”

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।