কৃষিখাতের তথ্য ও কর্পোরেট প্রোফাইল সমন্বয়ে প্রস্তুত বার্ষিক এগ্রো বিজনেস ডাইরেক্টরী-এর দ্বিতীয় সংস্করণ আগামী ৮ জানুয়ারি ২০২৬ প্রকাশিত হতে যাচ্ছে। ২০২৫ সাল থেকে নিয়মিত প্রকাশিত এই ডাইরেক্টরী কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, পণ্য ও সেবার বিস্তারিত তথ্যের একটি সমৃদ্ধ ভাণ্ডার হিসেবে সাড়া জাগিয়েছে।
দ্বিতীয় সংস্করণটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হবে Animal Health Companies Association of Bangladesh (AHCAB) আয়োজিত ষষ্ঠ আন্তর্জাতিক এক্সপো-২০২৬-এর প্রথম দিনে। প্রকাশনা কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষিখাতের উন্নয়ন ও তথ্যপ্রবাহ সহজতর করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এগ্রো বিজনেস ডাইরেক্টরী সম্পাদক ও প্রকাশক মো. সোহাগ রহমান জানিয়েছেন, “আমরা চাই, দেশের কৃষি সংশ্লিষ্ট সব কোম্পানি ও প্রতিষ্ঠান তাদের সঠিক ও পূর্ণাঙ্গ কর্পোরেট তথ্য প্রেরণ করে এই ডাইরেক্টরীতে অন্তর্ভুক্ত হোক। এটি শুধু তথ্যভাণ্ডার নয়, বরং ব্র্যান্ড প্রচার ও বাজার সম্প্রসারণের জন্যও একটি কার্যকর মাধ্যম।”
প্রকাশক আরও জানান, ডাইরেক্টরীতে বিজ্ঞাপন প্রকাশের সুযোগও রয়েছে, যা প্রতিষ্ঠান ও পণ্যের পরিচিতি বৃদ্ধি করবে।
যোগাযোগ: মোঃ সোহাগ রহমান, সম্পাদক ও প্রকাশক, এগ্রো বিজনেস ডাইরেক্টরী; বাড়ি: ৩১৯০ সালে উদ্দিন মার্কেট, জান্নাতুল ফেরদৌস জামে মসজিদ রোড, উত্তরপাড়া, খিলক্ষেত, ঢাকা-১২২৯; ই-মেইল: abdshohag24@gmail.com, মোবাইল: ০১৩০৮-৪৯৫৪১৪
সংবাদ লাইভ/বিজ্ঞপ্তি


