ads
ঢাকাশুক্রবার , ২৪ মার্চ ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

এক মুরগির দাম ৫১০০ টাকা!

সুনামগঞ্জ প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৩ ১০:২৫ অপরাহ্ণ
Link Copied!

একটি মাত্র মুরগির দাম ৫ হাজার ১০০ টাকা, তাও আবার ওজনে মাত্র এক কেজি সমপরিমাণ। একটি দেশি জাতের মুরগির এত দাম; বিষয়টি আশ্চর্যের। তবে ঘটনা সত্য; বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

জুমার নামাজ শেষে জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলার ইনাতনগর জামে মসজিদে এক নিলামে উল্লেখিত দামে মুরগিটি বিক্রি হয়। মুরগিটি মসজিদে দান করেন ইনাতনগর গ্রামের এক ব্যক্তি। পরে জুমা নামাজ শেষে তা জনসম্মুখে নিলামে তোলা হয়।

নিলামের শুরুতেই মুরগিটির দাম ২৫০ টাকা দিয়ে শুরু করেন ইনাতনগর গ্রামের ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্য আলী আহমদ। পরে নিলামে এক হাজার টাকা দাম হাঁকান ইতালি প্রবাসী একই গ্রামের মিজানুর রহমান মিজান।

এরপর মুরগিটির দাম হাঁকাতে থাকেন একই গ্রামের নরওয়ে প্রবাসী আলী নুর ও ব্যবসায়ী আব্দুর রহিম। তারা দুজন ক্রমাগত দাম হাঁকাতে থাকেন। সর্বশেষ ৫ হাজার ১০০ টাকায় মুরগিটি কিনে নেন ব্যবসায়ী আব্দুর রহিম।

একটি মুরগি ৫ হাজার ১০০ টাকায় কেনার বিষয়ে আব্দুর রহিম বলেন, মুরগি কেনা মুখ্য বিষয় নয়, মূলত রমজান মাসে মসজিদে দান করাই আমার মুখ্য উদ্দেশ্য। ইনাতনগর গ্রামের ইউপি সদস্য আলী আহমদ গণমাধ্যমকে উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মসজিদের মোতাওয়াল্লি হাফেজ মাওলানা মোশাইদ আহমদ বলেন, শুক্রবার আমাদের মসজিদে একটি মুরগি ৫ হাজার ১০০ টাকায় বিক্রি হয়েছে। ক্রেতা আব্দুর রহিম বাজার দরের চেয়ে কয়েকগুণ বেশি দামে মুরগিটি ক্রয় করেছেন মূলত মসজিদে আর্থিক সহায়তার জন্য। তিনি যে নিয়তে মুরগি ক্রয়ের নামে মসজিদে দান করেছেন তা যেন আল্লাহ কবুল করেন। মসজিদে মাঝে মধ্যে এমনটি ঘটে থাকে। তবে তাতে জিনিসের বাজার মূল্যের চেয়ে মসজিদে দানের বিষয়টাই প্রাধান্য পায়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।